পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেন ফেরত এই রাজ্যের পড়ুয়াদের সঙ্গে বুধবার দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের পাশে থাকার আশ্বাস দেন।এইদিন মুখ্যমন্ত্রী বলেন ইউক্রেন থেকে দেশে ফেরা ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা এই রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে পারবেন।অন্যদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বর্ষের মেডিকেল পড়ুয়ারা যাতে এই রাজ্যে পড়া শেষ করে ইন্টার্নশিপ করতে পারেন তার জন্য তিনি মেডিকেল কাউন্সিলকে চিঠি দেবেন।মমতা আরও বলেন ইউক্রেন ফেরত এইসব পড়ুয়াদের কেরিয়ারে যাতে কোন প্রভাব না পড়ে তা দেখবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন মেডিকেল কাউন্সিলের অনুমতির জন্য দুজন সিনিয়র আইএএস অফিসার দিল্লি যাবেন। এর পরেও অনুমতি না মিললে তিনি নিজেই যাবেন দিল্লি।
উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া, আক্রমণ করে ইউক্রেনকে। ২১ দিন পেরিয়ে গিয়েছে সংঘর্ষ।যুদ্ধের কারণে ইউক্রেনে পড়াশোনার জন্য যাওয়া ভারতীয় পড়ুয়াদের একেএকে দেশে ফেরাতে থাকে কেন্দ্রীয় সরকার।এদের মধ্যে অবশ্য বেশিরভাগ মেডিকেল পড়ুয়া। এই পড়ুয়াদের মধ্যে অনেকেই এই রাজ্যের ছাত্রছাত্রী। নিজেদের কেরিয়ার নিয়ে চরম অনিশ্চিয়তার মধ্যে পড়েন এই পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আপাত স্বস্তিতে পড়ুয়ারা।