বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস

- আপডেট : ২ অগাস্ট ২০২৩, বুধবার
- / 18
কৌশিক সালুই. বীরভূম :- ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখলে নিল তৃণমূল কংগ্রেস। বীরভূমের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের তিনজন সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। বাম, কংগ্রেস ও নির্দলের একজন করে সদস্য শাসক দলে নাম লেখানোর ফলে সংখ্যাগরিষ্ঠতা চলে এলো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , আলুন্দা গ্রাম পঞ্চায়েতের ধললা সংসদ থেকে কংগ্রেস থেকে জয়ী পূর্ণিমা দাস এবং তার স্বামী জাতীয় কংগ্রেসের আলুন্দা অঞ্চল সভাপতি দিলীপ দাস কর্মী সমস্ত সহ তৃণমূলে যোগদান করলেন।
অন্যদিকে জুনিদপুর সংসদ থেকে সিপিএম থেকে জয়ী প্রার্থী তহমিনা বিবি তার কর্মী সমর্থকসহ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এছাড়াও ওই গ্রাম পঞ্চায়েতে আরো একজন তৃণমূলে এসেছেন। প্রসঙ্গত আলুন্দা গ্রাম পঞ্চায়েতের ১৮ টি সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস নটি এবং বাকি নটি বাম, কংগ্রেস, বিজেপি এবং নির্দল জয়লাভ করেছিল।
পঞ্চায়েত প্রধানের পদটি তপশিলি জাতি মহিলাদের জন্য সংরক্ষণ। সেখানে নয়জন তৃণমূল জয়ীদের মধ্যে একজন তপশিলি মহিলা জয়ী প্রার্থী ছিলেন না। কংগ্রেস থেকে জয়ী পূর্ণিমা দাস তপশিলি জাতি। তিনি শাসক বলে চলে আসায় প্রধান পদে নির্বাচিত হবেন। সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী শাসক দলে আশা ওই সমস্ত প্রার্থীদের হাতে পতাকা তুলে দেন।
বিকাশ বাবু বলেন,” এলাকার উন্নয়নের স্বার্থে ঐ সমস্ত বিরোধী দলের বিজয়ী প্রার্থীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন”।