উত্তর দিনাজপুর
পুবের কলম প্রতিবেদক, ইসলামপুর: ফের রাজ্যে শ্যুটআউটের ঘটনা। ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে দুই আসামিকে নিয়ে যাওয়ার পথে আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলল গুলি। আর তাতে জখম হয়েছেন দুজন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়। গোলাগুলির ঘটনার পর এক আসামী ফেরার রয়েছে।
জানা গিয়েছে, ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে ফেরার পথে এক আসামী প্রকৃতির ডাকে সাড়া দিতে পুলিশ ভ্যান থেকে নামে। সে সময়ই এই গুলি চালনার ঘটনা ঘটে। ঘটনায় দুই পুলিশ কর্মী জখম হন। তবে কিভাবে এই গুলি চলল সে বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। আসামী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার সময় বাইরে থেকে কেউ গুলি ছোঁড়ে, নাকি পুলিশের সার্ভিস রিভলবার ছিনতাই করে এই গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনও সঠিক খবর মেলেনি। ঘটনায় আহত হন পুলিশ কর্মী দেবেন বৈশ্য ও নীলকান্ত সরকার। রক্তাক্ত অবস্থায় তাদেরকে দ্রুত অ্যাম্বুলেন্স করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। দুশ্চিন্তায় রয়েছেন পুলিশ কর্মীর পরিবারের লোকেরাও। জানা গেছে, পলাতক আসামীর নাম সাজ্জাদ আলম। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ছোট সোহার গ্রামে তার বাড়ি। ঘটনার পর দ্রুত পলাতক সেই আসামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকাকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে বলে পুলিশের তরফে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ফেরার সাজ্জাদ আলম ২০১৯ সালে করণদিঘি থানার একটি পোল্ট্রি ফার্মের মালিককে খুনের ঘটনায় অভিযুক্ত। রায়গঞ্জ জেল থেকে এদিন তাকে ইসলামপুর আদালতে তোলা হয়। ফেরার পথে ঘটে গুলি চালনার এই ঘটনা।
ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি অবশ্য বিশেষ কিছু জানাতে চাননি। তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্বাভাবিকভাবেই জেলা পুলিশের ব্যস্ততা এখন চরমে। জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন বাস, ট্রাক থামিয়ে চেকিং করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ। সেইসঙ্গে স্থানীয়দের চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সানা আখতার, ইসলামপুর পুলিশ জেলার কর্তা জবি থমাস এবং ডিআইজি এন সুধীরকুমার।
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগারওয়াল বলেন, যতটুকু শুনেছি, ঘটনায় দুইজন পুলিশ আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিকে ঘটনার পর স্বাভাবিকভাবেই পুলিশের ব্যর্থতা নিয়ে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। তারা বলছে, দুÜৃñতীরা এত সাহস পায় কোত্থেকে?