ফের ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর, বেশ কয়েকটি বাড়িতে ফাটল সহ জখম ৫

- আপডেট : ১৪ জুন ২০২৩, বুধবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। ২৪ ঘণ্টার মধ্যে পর পর চারবার কেঁপে উঠল। মঙ্গলবারের মতো বুধবার সকালে আধ ঘণ্টার ব্যবধানে দুইবার কম্পন অনুভূত হয়েছে। কম্পনের জেরে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। আহত হয়েছেন ৫ জন। স্বাভাবিকভাবেই, পরপর চারবার ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এই রাজ্যে।
ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার গান্ডো ভালেসা গ্রামে ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। দ্বিতীয় কম্পন অনুভূত হয় মঙ্গলবার রাত ২টো নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩।
ভূমিকম্পের উৎসস্থল ছিল কাটরায়। তৃতীয় কম্পন হয় বুধবার সকাল ৭টা ৫৬ মিনিটে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৩.৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। চতুর্থ ভূমিকম্প হয় সকাল সাড়ে ৮টা নাগাদ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৩.৩। কম্পনের উৎসস্থল কিশ্তওয়ারের ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।