কলকাতাWednesday, 23 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সিট-এর দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রস্তাব ফেরালেন আনিসের পরিবার, আদালত চাইলে তবে দেহ কবর থেকে তোলা হবে

mtik
February 23, 2022 1:54 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ আনিসের ময়নাতদন্তে কারচুপির অভিযোগ পরিবারের। এর পরেই ফের কবর থেকে তুলে ফের ময়নাতদন্তের তোড়জোড়। আজ বুধবার, আমতা থানার প্রাক্তন ওসি সৌমেন গঙ্গোপাধ্যায় ও বাগনান থানার অফিসার ব়্যাফ নিয়ে আনিসের বাড়িতে যান। আনিসের বাবা বাগনান থানার অফিসারকে প্রশ্ন করেন, ‘আপনি কে?’ তখন বাগনান থানার অফিসার জানান, তাঁর সঙ্গে আনিসের দীর্ঘদিনের পরিচয়। তিনি যখন আমতায় কর্মরত ছিলেন, তখন থেকেই পরিচয়। সেই কারণেই তাঁর আসা। পুরো ঘটনা তিনি আনিসের বাবার থেকে শোনেন। তারপর তিনি জানান, পুনরায় আনিসের দেহের ময়নাতদন্ত হতে পারে। সিট-এর ময়নাতদন্তের প্রস্তাব নাকচ করে দিল আনিসের পরিবার।

আনিসের দাদার বক্তব্য, আদালত চাইলে তবেই তারা দেহ কবর থেকে তুলবে। পুলিশকে দেবে না।
ময়নাতদন্তের রিপোর্টে সিট তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই প্রথমে আমতা থানার পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। গাফিলতি, ও আনিসের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কারণে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়।
মঙ্গলবার রাতেও সিটের তদন্তকারীদের সঙ্গে কথা বলতে নারাজ ছিল পরিবার। তাঁরা আনিসের মোবাইল সিটের হাতে তুলে দিতে চাননি। সিটের সামনেও তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা সিবিআই তদন্তই চান। সিটকে বয়ান দিতে অস্বীকার করেন আনিসে বাবা সালেম খান। নিহত আনিস খানের ভাইঝি জানিয়েছেন, ‘আমাদের পুলিশে বিশ্বাস নেই। আগেও মামা (আনিস) অনেকবার পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিল। পুলিশ তাকে কোনও নিরাপত্তা দেয়নি। আমরা সিবিআই তদন্ত চাই’।