২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আনিস কাণ্ডে ভবানীভবনে তলব আমতা থানার ওসিকে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্কঃ যত সময় এগোচ্ছে ততই আনিস কাণ্ডে রহস্যে জটিল আকার ধারণ করছে। আজ বৃহস্পতিবার আনিস খান কাণ্ডে আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে তলব করা হয়েছে। পুলিশকর্তারা তাঁর কাছ থেকে আরও তথ্য জানতে চান। ধৃত হোমগার্ডকে জেরা করে যে তথ্য মিলেছে তার ভিত্তিতে  তলব করা  হয়েছে ওসিকে। গতকাল দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতার নিয়ে সন্তুষ্ট নয় বলে গতকালই জানিয়ে দেন আনিসে বাবা সালেম খান। সালেম খান, যারা এখানে   আদালতে তুলুক। আরও যারা এসেছিল তাদের সকলকে গ্রেফতার করুক পুলিশ। এমনকী তাদেরকে যারা পাঠিয়েছিল তাদেরকেও গ্রেফতার করা হোক।’‌

সূত্রের খবর, ওই আরটি গাড়িতে চেপেই টহলদারি পুলিশের দলটি হাজির হয় আনিসের বাড়িতে। আরটি গাড়ি কোন এলাকায় টহলদারিতে যাচ্ছে, তার জিডি এন্ট্রি করতে হয় থানায়। সেই এন্ট্রি দেখেই সংশ্লিষ্ট গাড়িটির ‘লোকেশন’ নির্ধারণ করেছেন তদন্তকারীরা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আনিস কাণ্ডে ভবানীভবনে তলব আমতা থানার ওসিকে

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ যত সময় এগোচ্ছে ততই আনিস কাণ্ডে রহস্যে জটিল আকার ধারণ করছে। আজ বৃহস্পতিবার আনিস খান কাণ্ডে আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে তলব করা হয়েছে। পুলিশকর্তারা তাঁর কাছ থেকে আরও তথ্য জানতে চান। ধৃত হোমগার্ডকে জেরা করে যে তথ্য মিলেছে তার ভিত্তিতে  তলব করা  হয়েছে ওসিকে। গতকাল দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছিল।

গ্রেফতার নিয়ে সন্তুষ্ট নয় বলে গতকালই জানিয়ে দেন আনিসে বাবা সালেম খান। সালেম খান, যারা এখানে   আদালতে তুলুক। আরও যারা এসেছিল তাদের সকলকে গ্রেফতার করুক পুলিশ। এমনকী তাদেরকে যারা পাঠিয়েছিল তাদেরকেও গ্রেফতার করা হোক।’‌

সূত্রের খবর, ওই আরটি গাড়িতে চেপেই টহলদারি পুলিশের দলটি হাজির হয় আনিসের বাড়িতে। আরটি গাড়ি কোন এলাকায় টহলদারিতে যাচ্ছে, তার জিডি এন্ট্রি করতে হয় থানায়। সেই এন্ট্রি দেখেই সংশ্লিষ্ট গাড়িটির ‘লোকেশন’ নির্ধারণ করেছেন তদন্তকারীরা।