কলকাতাSunday, 9 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আর থানায় ছুটতে হবে না, এবার বাড়িতে বসেই করা যাবে জিডি

mtik
January 9, 2022 8:49 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। কমিয়েছে ঝক্কিও। বর্তমানে অনেক সরকারি বা প্রশাসনিক পরিষেবা অনলাইনেই পাওয়া যায়। এবার হোয়াটস অ্যাপেই অভিযোগ জানানোর ব্যবস্থা করল কলকাতা পুলিশ। আগেই অবশ্য অনলাইন সুবিধা শুরু হয়েছিল। এবারের সংযোজন হোয়াটস অ্যাপ। পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়ি বসেই হোয়াটস অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। করোনা পরিস্থিতির জেরেই নতুন ব্যবস্থা বলে জানিয়েছে পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আর কোনও থানাতে গিয়ে অভিযোগ জানতে হবে না। মানুষ চাইলেই সংশ্লিষ্ট থানার হোয়াটস অ্যাপ নম্বরে ফোন করে জিডি করতে পারবেন। এছাড়াও থানার হোয়াটসঅ্যাপ নম্বরে লিখিত অভিযোগও জানানো যাবে। আর তা জেনারেল ডায়েরি বা জিডি হিসাবে গণ্য হবে।

জানা গিয়েছে–একটি করে নতুন নম্বর সহ মোবাইল প্রতিটি থানায় দেওয়া হয়েছে। সেই ফোন থাকবে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের কাছে। তিনিই জিডি নথিভুক্ত করবেন।

মনে করা হচ্ছে, পুলিশের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। থানায় বাইরের মানুষ আসলে সংক্রমণের একটা ভয় থাকে। তাই অনলাইন বা হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু হয়েছে। এটা হলে যেমন করোনা ঠেকানো যাবে, তেমনি যাঁরা থানার আসার মতো পরিস্থিতিতে নেই তাঁদেরও সুবিধা হবে।