পুবের কলম, ওয়েবডেস্ক: বিনা অনুমতিতে বিজ্ঞাপনে আর ব্যবহার করা যাবে না অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কন্ঠস্বর। এমনই নির্দেশ দিয়ে দিল দিল্লি হাইকোর্ট।
অমিতাভ বচ্চন ইন্ড্রাস্ট্রিতে ‘বিগ বি’ বলেই পরিচিত। তার দক্ষতা, অভিনয় ক্ষমতা কারুর অজানা নয়। ভারতীয় চলচ্চিত্রের এক কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।
‘বিগ বি’র জনপ্রিয়তাকে সামনে বহু বিজ্ঞাপন সংস্থাই তার ছবি ব্যবহার করে থাকেন। আইনি চুক্তির মাধ্যমে এই বিজ্ঞাপনগুলি করা হয়ে থাকলেও এমন অনেক সংস্থা আছে যারা অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে অভিনেতার নাম, ছবি, কন্ঠস্বর ব্যবহার করে থাকে। তাঁর নাম নিয়ে অপব্যবহারের জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অমিতাভ বচ্চন। এর দিল্লি হাইকোর্ট এই রায় দেয়। অভিতাভ বচ্চন আবেদনে নাম তাঁর নাম, ছবি ও কন্ঠস্বর শুধু ভারতেই নয় দেশের বাইরেও যাতে তাঁর অনুমতি ছাড়া নাম, ছবি ব্যবহার না হয় সেটারও আবেদন জানান।
তাঁর আইনজীবী আদালতে বলেন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি আসলে ঠিক কী চলছে। ধরুন কেউ টি-শার্ট বানালো এবং তাতে অভিনেতার ছবি বসানো হল। আবার কেউ ধরুন তাঁর অমিতাভ বচ্চনের মুখ দেওয়া পোস্টার বিক্রি করছে। কেউ আবার অমিতাভ বচ্চনের নামে ডোমেইন তৈরি করছে। এর বিরোধিতা করেই আদালতে আসা।
দিল্লি হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা বলেন, এখানে কোনও সন্দেহ নেই যে বিখ্যাত ব্যক্তিদেরকে বিজ্ঞাপনে ব্যবহার করা হয়। কিন্তু এটা কখনই উচিত নয়, যে অনুমতি ছাড়াই তাঁদের ছবি, নাম দিয়ে বিজ্ঞাপনে ব্যবহার করা। অমিতাভ বচ্চন ক্ষুব্ধ হয়েছেন সংস্থাগুলির কাজে। আদালত ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রককে নির্দেশ নিয়েছে অভিনেতার সম্মতি ছাড়া যেসব বিজ্ঞাপন আছে সব মুছে ফেলার। বরিষ্ঠ আইনজীবী হরিশ সালভে, আইনজীবী প্রবীণ আনন্দ, অমিত নায়েক এবং মধু গাদোরিয়া অমিতাভ বচ্চনের হয়ে সওয়াল করেছিলেন। অমিতাভের আইনজীবীরা আরও অভিযোগ করেন যে, বেশ কিছু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, কৌন বনেগা ক্রোড়পতি এবং সঞ্চালক অমিতাভের নাম নিয়ে বেআইনিভাবে লটারির ব্যবসা চালিয়েছে।