অমিত শাহের ফ্লপ সভা থেকে নজর ঘোরাতে এজেন্সি হানার নাটক: তৃণমূল

- আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 5
পুবের কলম প্রতিবেদক: বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই। এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে কড়া প্রতিক্রিয়া দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে বলা হয়েছে, ধর্মতলায় বিজেপির ফ্লপ সভা থেকে নজর ঘোরাতেই বৃহস্পিতবার সাত সকালে সিবিআইকে মাঠে নামানো হয়েছে। তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কুৎসা ও ষড়যন্ত্রের চিত্রনাট্য তৈরি করেই মাঠে নামানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে। বৃহস্পিতবার দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কটাক্ষ করেন বিধানসভায় তৃণমূলের ডেপুটি চিফ-হুইফ তাপস রায় ও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
এ দিন তৃণমূলের তরফে তাপস রায় বলেন, বাংলার মানুষের জবাব ওরা পেয়ে গিয়েছে। বাংলা ওদের প্রত্যাখ্যান করেছে। আসলে ধর্মতলার ওই জায়গাটাই ওরা ভুল বেছে ছিল। ওটা ঐতিহাসিকভাবে তৃণমূলের ২১ জুলাইয়ের সভার জায়গা। সেখানে বাংলার মানুষ আর কোনও রাজনৈতিক দলকে দেখতে চায় না।
অন্যদিকে কুণাল ঘোষ বলেন, ২১ জুলাই তৃণমূলের সমাবেশ মঞ্চের পিছনে যে লোক থাকে, বিজেপির সামগ্রিক জমায়েতেও সেটুকু ছিল না। আর এই ফ্লপ শোয়ের ব্যর্থতা ঢাকতেই বৃহস্পতিবার সাতসকালে কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়েছে বিজেপি।