উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী আলভা

- আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
- / 15
পুবের কলম প্রতিবেদকঃ সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ। নির্ধারণ হয়ে যাবে কে শেষ হাসি হাসবেন। ভোট গণনা হবে বৃহস্পতিবার। লড়াই বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম বাম-কং-তৃণমূল সমর্থিত বিরোধী শিবিরের যশবন্ত সিনহা। লোকসভা ও রাজ্যসভা সাংসদদের পাশাপাশি ভারতের ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যরা ভোট দেবেন রাষ্ট্রপতি নির্বাচনে। নয়া কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে এখনও বিধানসভা গঠিত হয়নি। ফলে এখানে ভোট দেওয়ার বালাই আপাতত নেই।
লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩। রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা ২৩৩। বর্তমানে রাজ্যসভায় ৫টি আসন খালি রয়েছে। দেশের মোট ৩০টি বিধানসভার মোট বিধায়ক সংখ্যা ৪,১২৩। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লোকসভা ও রাজ্যসভায় নির্বাচিত প্রত্যেক সাংসদের ভোটমূল্যই সমান-৭০৮। কিন্তু বিভিন্ন রাজ্যের বিধায়কদের ভোটমূল্যে রয়েছে গুরুতর তারতম্য।
ভোটমূল্যের হিসাবে শীর্ষে উত্তরপ্রদেশ। সে রাজ্যের এক জন বিধায়কের ভোটমূল্য ২০৮। পশ্চিমবঙ্গের প্রত্যেক বিধায়কের ভোটমূল্য ১৫১। সবচেয়ে কম ভোটমূল্য সিকিমের বিধায়কদের। মাত্র ৭। অর্থাৎ, রাষ্ট্রপতি নির্বাচনে কোনও প্রার্থী যদি সিকিমের মোট ৩২ জন বিধায়কের সকলেরই ভোট পান, তা হলেও তাঁর ঝুলিতে যাওয়া ভোটের মূল্য হবে ২২৪। উত্তরপ্রদেশের ১ জন বিধায়কের ভোটমূল্যের চেয়ে সামান্য বেশি! ১৯৭১ সালের জনগণনার রিপোর্টকে ভিত্তি করে সাংসদ ও বিধায়কদের ভোটমূল্য নির্ধারিত হয়।