পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহের মধ্য দিয়ে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত বছরের তুলনায় পাশের হার বেশি। করোনার কারণে পরীক্ষা হয়নি, তাই পূর্ববর্তী পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতেই ফল প্রকাশিত হল।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংখ্যা ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৯৯ হাজার ৮৮ জন। মোট পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ছেলে ও মেয়ের পাশের হার প্রায় সমান সমান। মেধা তালিকা প্রকাশিত না হলেও এখনও অবধি সর্বোচ্চ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের এক ছাত্রী। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়েছেন তিনি।
গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯০.১৩ শতাংশ। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৯ শতাংশে। কিন্তু পাশের হার বাড়লেও গ্রেডেশনের ভিত্তিতে গত বছরের সঙ্গে এ বারের নম্বরের তুল্যমূল্য বিচার করলে দেখা যাচ্ছে একাধিক গ্রেডে নম্বরের কমেছে।