ধর্মান্তরণের অভিযোগ, একদল খ্রিস্টান’কে হেনস্থা ‘হিন্দু যুব বাহিনীর’ নেত্রীর

- আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 14
পুবের কলম ওয়েবডেস্ক: ধর্মান্তরণের ঘটনায় একদল খ্রিস্টান’কে হেনস্থা করার অভিযোগ উঠলো কট্টর হিন্দু নেত্রী রাধা সেমওয়াল ধোনির বিরুদ্ধে।
উল্লেখ্য, হিন্দু যুব বাহিনীর একজন সদস্যা হল রাধা সেমওয়াল ধোনি। যোগী আদিত্যনাথ এই গ্রুপের ফাউন্ডার মেম্বার বলেই সংবাদমাধ্যম সূত্রে খবর।
হিন্দু নেত্রী রাধা সেমওয়াল ধোনি নিজের সামাজিক মাধ্যমে ভিডিওটি পোস্ট করে। তারপর হু হু করে ভাইরাল হতে শুরু হয়। সামাজিক মাধ্যমে ভিডিওটি পোস্ট হওয়ার পরেই ঘটনাটি প্রকাশ্যে আসে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একদল খ্রিস্টানদের সঙ্গে বাকবিতণ্ডা চলছিল রাধার। আচমকাই তাঁদের মারতে শুরু করে ওই কট্টরবাদী নেত্রী। ভিডিওতে তিনি ওই গ্রুপ’কে আরও বলেন, আমি তোমাদের আলুর মতো পিষে দেব। তোমরা শিক্ষক হিসেবে এখানে আসো। পরে বাচ্চাদের ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা কর। এদিন তিনি আরও বলেন, যারা এই ধর্ম ও আমাদের অনুভূতির সঙ্গে খেলা করবে তাঁদের সঙ্গেও আমরা এমন অবস্থা করবো বলে হুঁশিয়ারি দেন কট্টর হিন্দু নেত্রী রাধা।
https://twitter.com/AhmedKhabeer_/status/1620633050605588482?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1620633050605588482%7Ctwgr%5E51013c29fb82504b21903f1b52bc616167a200cb%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fmuslimmirror.com%2Feng%2Futtarakhand-christians-assaulted-by-far-right-hindu-leader%2F