কলকাতাFriday, 11 August 2023
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহ্ আমাদের সবসময় দেখছেন: এ আর রহমান

Puber Kalom
August 11, 2023 1:54 pm
Link Copied!

পুবের কলম,ওয়েবডেস্ক: সঙ্গীতের জাদুকর তিনি। সুরের মায়াজালে বেঁধে নিয়েছেন কোটি ভক্তকে। তিনি অস্কারজয়ী এ আর রহমান। তামিল থেকে শুরু করে হিন্দি গান সর্বত্রই তার অবাধ বিচরণ। পাঞ্জাবি, সুফি, পপ থেকে শুরু করে তার সঙ্গীতায়োজনে মিলেছে বৈচিত্রময় সুরের ছোঁয়া। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ধার্মিক। পাঁচ ওয়াক্ত নামায পড়েন। তার এক কন্যা খাতিজা হিজাব পরেন। এ নিয়ে শালীন পোশাক-বিরোধীদের কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় কটু কথা শুনতে হলেও দমে যাননি রহমান-কন্যা। পেয়েছেন বাবার সমর্থন।  সম্প্রতি ‘দ্য হিন্দু’কে দেওয়া একটি সাক্ষাৎকারে রহমান বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন। আল্লাহ্ আমাদের সব সময় দেখছেন, সেই বিষয়টি তিনি বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন যে এত বছর পরেও তিনি মঞ্চে যাওয়ার আগে মানসিক চাপ পুরোপুরি ঝেড়ে ফেলতে পারেন না। তিনি জানান, গান গাওয়ার চেয়ে মিউজিক বাজানোটাকেই বেশি উপভোগ করি আমি। যখন আমাকে গান গাইতে হয়, আমি উচ্চারণ, মুখে হাসি রাখা ইত্যাদি বিষয়ে খুব সতর্ক থাকি। আমরা সবসময় কঠোর কাজের চাপের মধ্যে থাকি। নিজের কণ্ঠকে নিখুঁত রাখেন কীভাবে? এ নিয়ে তার নতুন কৌশল সম্পর্কে কথা বলতে গিয়ে আল্লারাখা রহমান বলেন, আজকাল আমি প্রতিদিন বাড়িতে গান করি।

আমরা সকলেই আমাদের প্রার্থনা বা নামাযের সময় কুরআনের আয়াতগুলি বিড়বিড় করে পড়ি, পিচ বা সুর লক্ষ না করেই। কিন্তু আমি সম্প্রতি বুঝতে পেরেছি যে আমরা যখন প্রার্থনা করি তখন আল্লাহ্ আমাদের দেখছেন। তাহলে কেন সব সময় সুরে সুরে পড়ব না? এটি আমার জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন যা কয়েক বছর আগে লকডাউনের পর থেকে আমার জীবনে ঘটেছে। তাই আমি প্রতিদিনের নামাযে সূরাগুলি সুর করে পড়ি, যতটা আমার পক্ষে সম্ভব আর কি। এটি একটি চমৎকার প্র্যাকটিস। আমি আমার ছেলেকেও এটা অনুসরণ করতে বলেছি, কারণ এটা আমাদের ফর্মে থাকতে সাহায্য করে।

১৯৬৭ সালের ৬ জানুয়ারি এ আর রহমানের জন্ম হয়েছিল চেন্নাইয়ের এক হিন্দু পরিবারে। রহমানের বাবা সুরকার আর কে শেখর তার নাম রেখেছিলেন আর এস দিলীপ কুমার। পরবর্তীতে ইসলাম ধর্মগ্রহণ করে হন এ আর রহমান। ১৯৯২ সালে মণিরত্নম পরিচালিত একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়ে তাক লাগিয়ে দেন। এরপরই তিনি মণিরত্নমের তামিল সিনেমা ‘রোজা’ ছবিতে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে কাজের সুযোগ পান।

ধর্ম সম্বন্ধে এ আর রহমান বলেন, ধর্ম ব্যক্তিগত ব্যাপার এবং জোর করে কারও উপর নিজের ধর্মবিশ্বাস চাপিয়ে দেওয়ায় তিনি বিশ্বাসী নন। ইসলাম ধর্ম গ্রহণের পরই কি জীবনে সফলতা এসেছে, এমন প্রশ্ন অনেকেই করেন এ আর রহমানকে। জবাবে সঙ্গীতজ্ঞ বলেন, এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়। এটি আসলে সেই কেন্দ্রটি খুঁজে পাওয়া এবং নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করা। এ ক্ষেত্রে আধ্যাত্মিক  শিক্ষা এবং আমার মায়ের ভাবনাচিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে। প্রত্যেক বিশ্বাসেই বিশেষ কিছু রয়েছে এবং আমরা একটি বিশ্বাস বেছে নিয়েছি মাত্র। এ আর রহমান আরও বলেন, প্রার্থনা বা নামায খুব উপকারী। অসংখ্য পতন থেকে এটি আমাকে রক্ষা করেছে। মাঝে মাঝে মনে হয়, ‘ওহ, আমাকে প্রার্থনা করতে হবে। তাই আমি খারাপ কাজ করতে পারব না।’