পুবের কলম প্রতিবেদকঃ প্রথম বর্ষে ভর্তির পড়ুয়াদের বাদে অন্যান্য সেমিস্টারের ফি মুকুব করল আলিয়া বিশ্ববিদ্যালয়। সোমবার এক নির্দেশিকায় আলিয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে– প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া পড়ুয়ারা ছাড়া বাকি ছাত্রছাত্রীদের ফি মুকুব করা হচ্ছে।
আরও পড়ুনঃ আলিয়া নিয়ে মন্ত্রী গোলাম রব্বানির সঙ্গে বৈঠক ছাত্রদের
করোনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও ফি মুকুবের ব্যবস্থা করা হল।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুস সালাম বলেন, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।