পুবের কলম,ওয়েবডেস্ক: অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ‘ওহ মাই গড-২’-র ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। প্রায় এক দশক পর ‘ওহ মাই গড’-এর সিক্যুয়াল রিলিজ হওয়ার কথা ১১ আগস্ট। তবে তার আগেই ছবির মুক্তি নিয়ে সংশয় দেখা দিল। ছবির মুক্তির এক মাস আগেই স্থগিতাদেশ দিয়েছে সেন্সর বোর্ড বা সেন্ট্রাল বোর্ড অফ সার্টিফিকেশন। ‘আদিপুরুষ’ নিয়ে দেশজুড়ে বিক্ষোভের কথা মাথায় রেখেই ওএমজি-২ সিনেমাটিকে বিশদ পর্যালোচনার জন্য রিভিশন কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ছবির সব দৃশ্য ও সংলাপ। সবদিক খতিয়ে না দেখে ‘ওএমজি-২’-কে ছাড়পত্র দিতে নারাজ সেন্সর বোর্ড।
এই অতিরিক্ত সতর্কতার কারণ হচ্ছে, সম্প্রতি ওম রাউতের আদিপুরুষ মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছিল। ছবিতে রাঘব (রাম) চরিত্রে প্রভাস, জানকি (সীতা)-র চরিত্রে কৃতি এবং লঙ্কেশ (রাবণ) চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। তবে হনুমানের মুখে কিছু সংলাপ নিয়ে সিনেমাটি বয়কটের ডাক ওঠে সোশ্যাল মিডিয়ায়। এমনকী আদালতের তরফ থেকেও সিনেমার নির্মাতাদের সমালোচনা করা হয়। শেষমেশ সিনেমাটির কিছু সংলাপ বদল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তাতেও লাভ কিছু হয়নি। বরং সাধারণ দর্শকের সামনে মুখে পড়েছে সেন্সর বোর্ডেরই।
চলতি সপ্তাহেই প্রকাশ্যে এসেছে ‘ওএমজি-২’-র টিজার। ২০০১ সালে রিলিজ হয়েছিল ‘ওএমজি’ সিনেমাটি। এই সিনেমায় ভগবান শিবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। আগের সিনেমায় নাস্তিক পরেশ রাওয়ালের জন্য মর্তে এসেছিলেন তিনি। আর এবার শিবরূপী অক্ষয় শিব বিশ্বাসী কান্তি শরণ মুদগল (পঙ্কজ)-এর জন্য মর্তে আসবেন। সিনেমার দেব-দেবীদের চরিত্রায়ণ ও ধর্ম সংক্রান্ত বিষয় এমনিতেই খুব স্পর্শকাতর। তাই সাধারণ দর্শকের ভাবাবেগে যাতে কোনওভাবে আঘাত না লাগে, সেই ভাবনা থেকেই এবার অতিরিক্ত সতর্ক সেন্সর বোর্ড।