পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতারণার শিকার হলেন বিশিষ্ট সংগীত শিল্পী অজয় চক্রবর্তীর কন্যা কৌশিকী চক্রবর্তী। কৌশিকী নিজেও একজন বড় মাপের সংগীত শিল্পী। পুলিশ সূত্রে খবর, প্রায় ২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তাঁরই স্কুলের এক কর্মীর বিরুদ্ধে। ধৃতের নাম আকাশ ভাণ্ডারী। আকাশ দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। কৌশিকীর স্কুলে স্কুলে দেখভালের পাশাপাশি শিক্ষার্থীদের থেকে মাসিক ফি নেওয়ার কাজের দায়িত্বে নিযুক্ত ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, কৌশিকী লক্ষ্য করেন, গত কয়েক মাসে শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত টাকা থেকে যে আয় হয় তা আচমকা কমে গিয়েছে। সমস্ত সন্দেহ গিয়ে পড়ে আকাশের উপরে। কৌশিকী অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, আকাশ একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখানে টাকা দিতে বলেছ। ১৮ জুলাই লেক থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে জানা যায়, , আকাশের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। তিনি ওই টাকা দিয়ে একটি ল্যাপটপ ও দুটি মোবাইল কিনেছেন। মোবাইল উদ্ধার হয়েছে। এর পরেই তাকে গ্রেফতার করে পুলিশ।