ঐশ্বর্যের গাড়ির পিছনে বাসের ধাক্কা, ভাল আছেন অভিনেত্রী

- আপডেট : ২৬ মার্চ ২০২৫, বুধবার
- / 134
পুবের কলম, ওয়েবডেস্ক: পথদুর্ঘটনার শিকার ঐশ্বর্য রাই বচ্চন। বুধবার অভিনেত্রীর গাড়ির পিছনে একটি বাস সজোরে ধাক্কা মারে। ঘটনার জেরে মুম্বইয়ের রাস্তায় কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঐশ্বর্যর নিরাপত্তারক্ষীরা ময়দানে নামেন।
আরও পড়ুন: মোদি সিনেজগতের ‘গেম চেঞ্জার’, বললেন অক্ষয়কুমার
সূত্রের খবর, ঐশ্বর্য সম্পূর্ণ সুস্থ আছেন। অভিনেত্রী কোনওরকম চোট পেয়েছেন বলে জানা যায়নি। মুম্বইয়ের খ্যাতনামা ফটোশিকারি বারিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট থেকে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে।
বলি তারকার গাড়ির দুর্ঘটনা খবর ছড়াতেই কিছুক্ষণের জন্য থমকে যায় মুম্বইয়ের সড়ক। একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে। যার ফলে কিছুক্ষণের জন্য যানজটেরও সৃষ্টি হয়। বাস চালকের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানা যায়নি। এ প্রসঙ্গে কোনওরকম প্রতিক্রিয়া দেননি ঐশ্বর্য রাই এবং বচ্চন পরিবার।