পুবের কলম, ওয়েবডেস্কঃ পানামা পেপার্স মামলায় বচ্চন পরিবারের পুত্রবধূ, বলিউড তারকা ঐশ্বর্যা রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) ডেকে পাঠায় ইডি (Enforcement Directorate)। আজ সোমবার ইডির দফতরে হাজিরা দেন হাইপ্রোফাইল অভিনেত্রী, প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা রাই। এদিন প্রায় সাত ঘন্টা ধরে অভিনেত্রীকে জেরা করা হয়। জানা গেছে, পানামা পেপার্স মামলায় ৫০০ ভারতীয়ের নাম রয়েছে।
ভারতে পানামা পেপার্স বিতর্কে বহু ভারতীয় সেলেবসদের নাম জড়িয়ে রয়েছে। রেকর্ড করা হয়েছে অভিনেত্রীর বয়ান। ফের ডাকা হতে পারে ঐশ্বর্যা রাইকে। সূত্রের খবর, এই মামলায় তলব করা হতে পারে অভিষেক বচ্চনকে।
এছাড়া বড় শিল্পপতিরাও সেই তালিকায় রয়েছেন। পানামা কেলেঙ্কারিতে অভিযুক্তদের তালিকায় সবার উপরে নাম রয়েছে অমিতাভ বচ্চনের। ওই তালিকায় রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চনও। বেশ কিছুদিন ধরেই ইডি এবং আয়কর বিভাগ পানামা পেপার কাণ্ডের তদন্ত করছে। আজ, ঐশ্বর্যা রাই বচ্চনকে ইডির তলব নিয়ে সংসদে সরব হন জয়া বচ্চন।
উল্লেখ্য, পানামাভিত্তিক বিশ্বখ্যাত গোপনীয়তা রক্ষাকারী আইনি প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকা। মক্কেলদের পরামর্শ বাবদ তারা বার্ষিক ফি গ্রহণ করে। বিশ্বের ৪২টির বেশি দেশে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। এসব শাখায় কর্মরত আছেন ৬০০ কর্মী। মোস্যাক ফনসেকা’র এক কোটি ১০ লাখ গোপন নথি ফাঁস হওয়ার পর দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এসব নথিতে বেরিয়ে আসে বিশ্বের ধনী আর ক্ষমতাধর ব্যক্তিরা কিভাবে কর ফাঁকি সম্পত্তি তৈরি করেছেন। মোস্যাক ফনসেকা’র অভ্যন্তরীণ ডাটাবেজ থেকে ফাঁস হয়েছে ১১ দশমিক ৫ মিলিয়ন নথি এবং ২ দশমিক ৬ টেরাবাইট তথ্য। ফাঁস হওয়া নথিগুলোতে দেখা গেছে, কিভাবে গোপনীয়তার আড়ালে ল’ ফার্মটি বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিদের কর ফাঁকি দিতে সহযোগিতা করেছে।