পুবের কলম ওয়েব ডেস্ক: দুর্গাপুজোয় সুখবর জানাল ভারতী এয়ারটেল। দেশের ৮ শহরে তারা ফাইভ জি পরিষেবা নিয়ে আসতে চলেছে খুব শিগগিরিই।খুব শিগগির দেশের ৮ শহরে প্রাথমিকভাবে এই পরিষেবা এসে যাবে বলে জানিয়েছে ভারতী এয়ারটেল।
উল্লেখ্য, দেশের প্রযুক্তিতে যুগান্তকারী সাফল্য এনে এদিন ফাইভ জি পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির ৫জি পরিষেবা সূচনার পর টেলিকম সংস্থাগুলি একে একে নিজেদের পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার দিনক্ষণ ঘোষণা করলেন।
দেশের বেশ কিছু জায়গায় ৫জি পরিষেবা শুরু করলেন এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল।নির্বাচিত ৮ টি শহরেই এই পরিষেবা মিলবে বলে ঘোষণা করেছেন সুনীল মিত্তল।
তিনি নিশ্চিত করেছেন, খুব শীঘ্রই দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা শুরু হবে। আপাতত দিল্লি, বেঙ্গালুরু, বারাণসী ও মুম্বই সহ ৮ টি শহরে এই পরিষেবা চালু হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে দেশের প্রতিটি প্রান্তে এয়ারটেলের ৫জি পরিষেবা পৌঁছে যাবে।
দিল্লির প্রগতি ময়দানে ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ‘আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একটা নতুন যুগ শুরু হতে চলেছে।’
তিনি বলেন স্বাধীনতার ৭৫ তম বছরে এই নয়া উদ্যোগের হাত ধরে বহু ক্ষেত্রে ভালো সময় আনতে চলেছে এই ফাইভ জি পরিষেবা।