৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বায়ু দূষণে বছরে প্রায় ৫৭ লক্ষ মানুষের মৃত্যু, বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে প্রকাশ

চামেলি দাস
  • আপডেট : ২৯ মার্চ ২০২৫, শনিবার
  • / 101

পুবের কলম, ওয়েবডেস্ক: বায়ু দূষণে প্রতি বছর প্রায় ৫৭ লক্ষ মানুষের মৃত্যু হয়। বিশ্বব্যাংক সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এই তথ্য প্রকাশিত হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। বায়ু দূষণ মানুষের জীবনের জন্যই শুধুমাত্র ক্ষতিকর নয়। বিশ্ব অর্থনীতিতেও তা ব্যাপকভাবে প্রভাব ফেলছে।   বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। উৎপাদনশীলতা কমে যায় এবং মানুষের আয়ু হ্রাস পায়। যা বিশ্ব অর্থনীতির প্রায় ৫% জিডিপির ক্ষতি করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি নির্দিষ্ট কর্মসূচি নেওয়া হয় তাহলে ২০৪০ সালের মধ্যে বায়ু দূষণের পরিমাণ কমিয়ে আনা যাবে। যা স্বাস্থ্যের ঝুঁকি কমাতে সাহায্য করবে।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, বায়ু দূষণ সাধারণত মানুষের জন্যই হচ্ছে। কৃষি, নগর, উন্নয়ন, পরিবহণ, শিল্পের জন্য তাপমাত্রা বাড়চ্ছে। এসব ক্ষেত্রে পরিবর্তন আনা জরুরি। এতে বায়ুতে ক্ষতিকর কণার পরিমাণ কমানো সম্ভব হবে। বিশ্বব্যাঙ্ক বায়ুর গুণমান পর্যবেক্ষণের জন্য একটি নির্ভুল, বিশ্বাসযোগ্য, সময়োপযোগী এবং স্বচ্ছ ডেটা সিস্টেমের কথা বলেছে। যা বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট কর্মসূচি তৈরি করবে। এই কর্মসূচি গ্রহণের ফলে অর্থনৈতিকভাবে প্রায় ২.৪ ট্রিলিয়ন ডলার লাভের সুবিধা পাওয়া যাবে। এই প্রতিবেদন থেকে স্পষ্ট যে, দূষণ মানব সভ্যতার  জন্য এক বিরাট হুমকি। বায়ু দূষণ বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলছে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়া এবং নীতি গ্রহণ করে এই সমস্যার সমাধান করা দরকার। যাতে ভবিষ্যত প্রজন্ম সুস্থ এবং নিরাপদ পরিবেশে থাকতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বায়ু দূষণে বছরে প্রায় ৫৭ লক্ষ মানুষের মৃত্যু, বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে প্রকাশ

আপডেট : ২৯ মার্চ ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বায়ু দূষণে প্রতি বছর প্রায় ৫৭ লক্ষ মানুষের মৃত্যু হয়। বিশ্বব্যাংক সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এই তথ্য প্রকাশিত হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। বায়ু দূষণ মানুষের জীবনের জন্যই শুধুমাত্র ক্ষতিকর নয়। বিশ্ব অর্থনীতিতেও তা ব্যাপকভাবে প্রভাব ফেলছে।   বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। উৎপাদনশীলতা কমে যায় এবং মানুষের আয়ু হ্রাস পায়। যা বিশ্ব অর্থনীতির প্রায় ৫% জিডিপির ক্ষতি করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি নির্দিষ্ট কর্মসূচি নেওয়া হয় তাহলে ২০৪০ সালের মধ্যে বায়ু দূষণের পরিমাণ কমিয়ে আনা যাবে। যা স্বাস্থ্যের ঝুঁকি কমাতে সাহায্য করবে।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, বায়ু দূষণ সাধারণত মানুষের জন্যই হচ্ছে। কৃষি, নগর, উন্নয়ন, পরিবহণ, শিল্পের জন্য তাপমাত্রা বাড়চ্ছে। এসব ক্ষেত্রে পরিবর্তন আনা জরুরি। এতে বায়ুতে ক্ষতিকর কণার পরিমাণ কমানো সম্ভব হবে। বিশ্বব্যাঙ্ক বায়ুর গুণমান পর্যবেক্ষণের জন্য একটি নির্ভুল, বিশ্বাসযোগ্য, সময়োপযোগী এবং স্বচ্ছ ডেটা সিস্টেমের কথা বলেছে। যা বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট কর্মসূচি তৈরি করবে। এই কর্মসূচি গ্রহণের ফলে অর্থনৈতিকভাবে প্রায় ২.৪ ট্রিলিয়ন ডলার লাভের সুবিধা পাওয়া যাবে। এই প্রতিবেদন থেকে স্পষ্ট যে, দূষণ মানব সভ্যতার  জন্য এক বিরাট হুমকি। বায়ু দূষণ বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলছে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়া এবং নীতি গ্রহণ করে এই সমস্যার সমাধান করা দরকার। যাতে ভবিষ্যত প্রজন্ম সুস্থ এবং নিরাপদ পরিবেশে থাকতে পারে।