৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অভিশপ্ত কপ্টার দুর্ঘটনা, CDS  বিপিন রাওয়াতের মৃত্যুর তদন্তের নেতৃত্বে এয়ার মার্শাল মানবেন্দ্র সিং

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্কঃ CDS  বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। এই অভিশপ্ত দুর্ঘটনা প্রাণ কেড়েছে রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতের। আজ বৃহস্পতিবার সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) সামরিক কপ্টার দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। এই তদন্তের নেতৃত্ব দেবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। তামিলনাড়ুতে সেনা কপ্টার MI-17 VH দুর্ঘটনার বিষয় সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। গোটা শোকপ্রকাশ করেন। আজ সংসদের দুই কক্ষেই বিপিন রাওয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকজ্ঞাপন করা হয়।

 

উল্লেখ্য, ওয়েলিংটনের সার্ভিসেস স্টাফ কলেজে এক বক্তব্য রাখতে আমন্ত্রিত ছিলেন CDS বিপিন রাওয়াত। বুধবার সেই উদ্দেশে ১১.৪০ নাগাদ সেনা কপ্টার MI-17 VH  আকাশে ওড়ে। প্রায় ২০ মিনিটের মধ্যেই প্রায় ১২.২০ নাগাদ মাটিতে এসে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী প্রথমে সেটি গাছে ধাক্কা খায় তার পর টাল খেতে কপ্টারটি মাটিতে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা ছুটে গিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বিপিন রাওয়াতের দেহ। ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসা চলছিল দেশের প্রথম প্রতিরক্ষা প্রধানের। চিকিৎসকরা জানান, তাঁর দেহের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে। অবস্থা আশংকাজনক। আশঙ্কাকে সত্যি করে বুধবার প্রয়াত হন তিনি।

এছাড়াও অভিশপ্ত এই কপ্টার দুর্ঘটনা প্রাণ কেড়েছে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতের। মৃত্যু হয়েছে কপ্টারে থাকা প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার লখবিন্দর সিং লিডার, স্টাফ অফিসার লেফটেটন্যান্ট কর্ণেল হরজিন্দর সিং, উইং কমান্ডার পৃথ্বী চৌহান, স্কোয়াড্রন লিডার কুলদীপ সিং, জুনিয়র ওয়ারেন্ট অফিসার রানা প্রতাপ দাস, জুনিয়র ওয়ারেন্ট অফিসার আরক্কাল প্রদীপ, হাবিলদার সাতপাল রাই, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সারি’র।

এই অভিশপ্ত কপ্টার থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং’কে। ওয়েলিংটন সেনা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিশপ্ত কপ্টার দুর্ঘটনা, CDS  বিপিন রাওয়াতের মৃত্যুর তদন্তের নেতৃত্বে এয়ার মার্শাল মানবেন্দ্র সিং

আপডেট : ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ CDS  বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। এই অভিশপ্ত দুর্ঘটনা প্রাণ কেড়েছে রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতের। আজ বৃহস্পতিবার সংসদে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) সামরিক কপ্টার দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। এই তদন্তের নেতৃত্ব দেবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। তামিলনাড়ুতে সেনা কপ্টার MI-17 VH দুর্ঘটনার বিষয় সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। গোটা শোকপ্রকাশ করেন। আজ সংসদের দুই কক্ষেই বিপিন রাওয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকজ্ঞাপন করা হয়।

 

উল্লেখ্য, ওয়েলিংটনের সার্ভিসেস স্টাফ কলেজে এক বক্তব্য রাখতে আমন্ত্রিত ছিলেন CDS বিপিন রাওয়াত। বুধবার সেই উদ্দেশে ১১.৪০ নাগাদ সেনা কপ্টার MI-17 VH  আকাশে ওড়ে। প্রায় ২০ মিনিটের মধ্যেই প্রায় ১২.২০ নাগাদ মাটিতে এসে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী প্রথমে সেটি গাছে ধাক্কা খায় তার পর টাল খেতে কপ্টারটি মাটিতে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা ছুটে গিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বিপিন রাওয়াতের দেহ। ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসা চলছিল দেশের প্রথম প্রতিরক্ষা প্রধানের। চিকিৎসকরা জানান, তাঁর দেহের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে। অবস্থা আশংকাজনক। আশঙ্কাকে সত্যি করে বুধবার প্রয়াত হন তিনি।

এছাড়াও অভিশপ্ত এই কপ্টার দুর্ঘটনা প্রাণ কেড়েছে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতের। মৃত্যু হয়েছে কপ্টারে থাকা প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার লখবিন্দর সিং লিডার, স্টাফ অফিসার লেফটেটন্যান্ট কর্ণেল হরজিন্দর সিং, উইং কমান্ডার পৃথ্বী চৌহান, স্কোয়াড্রন লিডার কুলদীপ সিং, জুনিয়র ওয়ারেন্ট অফিসার রানা প্রতাপ দাস, জুনিয়র ওয়ারেন্ট অফিসার আরক্কাল প্রদীপ, হাবিলদার সাতপাল রাই, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সারি’র।

এই অভিশপ্ত কপ্টার থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং’কে। ওয়েলিংটন সেনা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।