৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ফের খবরের শিরনামে এয়ার ইন্ডিয়া! বিমানের খাবারে পাথর, যাত্রীর টুইটে তোলপাড় সামাজিক মাধ্যম

ইমামা খাতুন
- আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 15
পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রস্রাবকাণ্ডের পর খাবারে পাথর, ফের খবরের শিরোনামে এয়ার ইন্ডিয়া। বিমানে দেওয়া খাবারে পাথর! এমনই অভিযোগ করলেন এক যাত্রী। তিনি টুইটে খাবারের সঙ্গেই থালার মধ্যে পাওয়া পাথরের টুকরোরও ছবি দেন। টুইটে তিনি লেখেন, ‘ পাথরমুক্ত খাবার দিতে অর্থ বা সামর্থ্যের কোনও প্রয়োজন নেই। এই দেখুন, আপনাদের দেওয়া খাবারে আমি কী খুঁজে পেয়েছি! এই অপরাধ ক্ষমার উপযোগী না।
আমি ইতিমধ্যেই আপনাদের ক্রু মেম্বারকে এই কথা জানিয়েছি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওই টুইটার ব্যবহারকারীর নাম সর্বপ্রিয়া সংগন। তিনি দুটি ছবি দিয়ে জানিয়েছেন খাবারের মধ্যে ছোট পাথরের টুকরো ছিল। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২১৫তে এই খাবার দেওয়া হয়েছিল। সেখানেই ছিল কাঁকড়। সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।
একজন টুইটার হ্যান্ডেলকারী গোটা ঘটনায় কটাক্ষ করে লিখেছেন, “ঈশ্বর রক্ষা করেছেন। আপনার দাঁত ভেঙে যেতে পারত। ইদানিংকালে এয়ার ইন্ডিয়ার কর্মীদের কাজ খুবই খারাপ।” এই সমস্ত তীব্র সমালোচনার পর অবশ্য এয়ার ইন্ডিয়া তরফে টুইট করা হয়েছে।
গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস নিয়ে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে, “ম্যাডাম এই বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং ক্যাটারিং দলের বিরুদ্ধে পদক্ষেপ করব। দয়া করে আমাদের কিছুটা সময় দিন। এই খবরটি আমাদের নজরে আনার জন্য ধন্যবাদ।” অন্যদিকে টাটা সন্সের চেয়ারম্যানও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
You don’t need resources and money to ensure stone-free food Air India (@airindiain). This is what I received in my food served in the flight AI 215 today. Crew member Ms. Jadon was informed.
This kind of negligence is unacceptable. #airIndia pic.twitter.com/L3lGxgrVbz— Sarvapriya Sangwan (@DrSarvapriya) January 8, 2023