নিউইয়র্ক, ২২ অক্টোবরঃ ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও দখলদারিত্বের সঙ্গে টাটা গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ তুলে আমেরিকায় আন্দোলন শুরু করেছে একদল প্রবাসী সমাজকর্মী। আমেরিকায় টাটা গ্রুপ ও নিউইয়র্ক রোড রানার্স যৌথ উদ্যোগে ম্যারাথন কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির আগেই ‘টাটা বাই বাই’ নামে আন্দোলন শুরু করেছে সমাজকর্মীরা।
Read More: পেরুর প্রাক্তন প্রেসিডেন্টকে ২০ বছরের জেল দিল আদালত
আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক ভিত্তিক দক্ষিণ এশীয় সংগঠন সালাম বলেছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)সংস্থা “ইসরাইলে গণহত্যা ও বর্ণবাদী শাসনকে সক্ষম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা” পালন করছে। সালামের অভিযোগ, অস্ত্র তৈরির পাশাপাশি ইসরাইলি সামরিক বাহিনীর জন্য আইটি ও ক্লাউড পরিষেবা প্রদানসহ ইসরাইলি সরকারের সঙ্গে টাটার একাধিক ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।
Read More: টাস্ক ফোর্স গঠন রাজ্য সরকারের, চিকিৎসকদের দাবি মানল নবান্ন