৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান ওড়াবে এআই পাইলট!

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ মে ২০২৩, বুধবার
  • / 21

পুবের কলম,ওয়েবডেস্ক: দিন দিন সবক্ষেত্রেই বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার। শোনা যাচ্ছে, ভবিষ্যতে মানুষের বদলে যাবতীয় কাজ করবে এআই। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের দাপটে কর্মহীন হবেন নানা পেশার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ। এবার সেই তালিকায় যোগ হল বিমানচালকের পেশাও। বিখ্যাত বিমান সংস্থা এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক বলেছেন, আগামী দিনে মানুষ নয়, বিমান চালাবে এআই প্রযুক্তিই। অর্থাৎ যন্ত্রচালিত বিমানে চেপেই যাতায়াত করবেন যাত্রীরা। একটি সাক্ষাৎকারে ক্লার্ক বলেছেন, ‘সাধারণত একটি বিমানে দু’জন পাইলট থাকেন। তবে আগামী দিনে একজনের উপরেই ভার থাকবে বিমান পরিচালনা করার। আরেক পাইলটের দায়িত্ব সামলাবে এআই প্রযুক্তিও। তবে যাত্রীরা তা বুঝতে পারবেন না।’ এমিরেটস প্রেসিডেন্টের মতে, আগামী দিনে আরও অনেক বেশি শক্তিশালী হবে এআই প্রযুক্তি। তাকে আরও নানা ক্ষেত্রে কাজে লাগানো যাবে।  তবে এমিরেটস প্রধানের মতে, যাত্রীরা এখনই পাইলট হিসেবে মানুষের কোনও বিকল্প মেনে নিতে তৈরি নন। এআই পাইলটের চালানো বিমানে হয়তো অনেকেই নিরাপদ মনে করবেন না। তবে আপাতত একজন মানুষের সঙ্গে এআই পাইলট ব্যবহার করা যেতেই পারে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমান ওড়াবে এআই পাইলট!

আপডেট : ১৭ মে ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: দিন দিন সবক্ষেত্রেই বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যবহার। শোনা যাচ্ছে, ভবিষ্যতে মানুষের বদলে যাবতীয় কাজ করবে এআই। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের দাপটে কর্মহীন হবেন নানা পেশার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ। এবার সেই তালিকায় যোগ হল বিমানচালকের পেশাও। বিখ্যাত বিমান সংস্থা এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক বলেছেন, আগামী দিনে মানুষ নয়, বিমান চালাবে এআই প্রযুক্তিই। অর্থাৎ যন্ত্রচালিত বিমানে চেপেই যাতায়াত করবেন যাত্রীরা। একটি সাক্ষাৎকারে ক্লার্ক বলেছেন, ‘সাধারণত একটি বিমানে দু’জন পাইলট থাকেন। তবে আগামী দিনে একজনের উপরেই ভার থাকবে বিমান পরিচালনা করার। আরেক পাইলটের দায়িত্ব সামলাবে এআই প্রযুক্তিও। তবে যাত্রীরা তা বুঝতে পারবেন না।’ এমিরেটস প্রেসিডেন্টের মতে, আগামী দিনে আরও অনেক বেশি শক্তিশালী হবে এআই প্রযুক্তি। তাকে আরও নানা ক্ষেত্রে কাজে লাগানো যাবে।  তবে এমিরেটস প্রধানের মতে, যাত্রীরা এখনই পাইলট হিসেবে মানুষের কোনও বিকল্প মেনে নিতে তৈরি নন। এআই পাইলটের চালানো বিমানে হয়তো অনেকেই নিরাপদ মনে করবেন না। তবে আপাতত একজন মানুষের সঙ্গে এআই পাইলট ব্যবহার করা যেতেই পারে।