কলকাতাWednesday, 29 September 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আহিরীটোলা কাণ্ড, রাতভর দুর্যোগ প্রাণ কেড়ে নিল প্রৌঢ়া সহ ১ একরত্তির

mtik
September 29, 2021 1:19 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ দুর্যোগ প্রাণ কেড়ে নিল এক প্রৌঢ়া সহ ১ একরত্তির। জখম অবস্থায় উদ্ধার চারজন। এরমধ্যে রয়েছেন এক অন্তসঃত্ত্বা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

ছবি_সন্দীপ সাহা

সারারাত ধরে চলা বৃষ্টিতে ভেঙে ভোররাতে পড়ে আহিরীটোলার একটি পুরনো বাড়ি। বুধবার সকাল থেকেই শুরু হয় উদ্ধারকাজ। দীর্ঘ আটঘন্টা লড়াই চালিয়ে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এল কয়েকটি লাশ। যেগুলো একটু আগেও নিঃশ্বাস নিচ্ছিল।

পুলিশ জানিয়েছে, এক টানা বৃষ্টিতে বুধবার আহিরীটোলায় একটি পুরনো বাড়ি হুড়মুড়িয়ে ধসে পড়ে। মৃত্যু হয়েছে এক তিন বছরের শিশুর। প্রাণ হারিয়েছেন এক  ৫২ বছরের প্রৌঢ়া।  প্রায় আট ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হয়।  আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে। দুজনকে আরজিকর বাকি দুজনকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গঙ্গা ঘড়াই নামে ন’মাসের এক অন্তঃসত্ত্বাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আহিরীটোলার জরাজীর্ণ বাড়িটি বহুদিন সেখানে কোনও মেরামতির কাজ হয়নি।  এদিন ভোরে আর্তনাদ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে। শুরু হয় উদ্ধারের কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আসে দলকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু , শশী পাঁজা । ছিলেন কলকাতার পুলিশ কমিশনারও।