নয়াদিল্লি, ১৯ নভেম্বরঃ সংসদে শীতকালীন অধিবেশন শুরু আগে রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। চলতি মাসেই শুরু হতে চলেছে সংসদে শীতকালীন অধিবেশন। অধিবেশনের আগে নিয়মমাফিক সর্বদলীয় বৈঠক হতে চলেছে। মঙ্গলবার সকালেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ‘আসন্ন শীতকালীন অধিবেশনের কথা মাথায় রেখে ২৪ নভেম্বর সকালে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।
সকাল ১১ টা নাগাদ সংসদ ভবনে কমিটি রুমে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দু’দিন পর শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। বিরোধীদের এজেন্ডা জানতেই অধিবেশন শুরুর ঠিক ২৪ ঘণ্টার আগে সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। সাধারণত সরকার অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক ডাকেন যাতে বিরোধী দলগুলিকে সরকারের আইন প্রণয়ন অ্যাজেন্ডা সম্পর্কে অবহিত করা যায়। তাছাড়া রাজনৈতিক দলগুলি সংসদে যে বিষয়গুলিতে বিতর্ক করতে চায় সেগুলি নিয়ে আলোচনাও হয়।
উল্লেখ্য, চলতি বছর শীতকালীন অধিবেশনে মোদি সরকার দুটি বিল আনতে পারে। একটি ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ আর অন্যটি ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ইতিমধ্যেই এই দুই বিল নিয়েই শুরু হয়েছে বিতর্ক। একতরফা ভাবে বিল নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। সেই নিয়ে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও দিয়েছেন বিরোধী শিবিরের সাংসদরা। তাই এই দুটি বিল নিয়ে শীতকালীন অধিবেশনে শুরু হতে পারে বিতর্ক।