বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানি মামলায় আরও তিনমাসের স্থগিতাদেশ

- আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, সোমবার
- / 6
পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি বিষয়ক মামলা। ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানি মামলায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রামের গেরুয়া বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওই মানহানির মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাবা। এদিন এই মামলা আরও তিন মাসের জন্য স্থগিত করে দিল হাইকোর্ট। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ‘আগামী মার্চ মাসে এই মামলার শুনানি হবে’।
আদালত সুত্রে প্রকাশ, একটি জনসভায় নাম না করে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেকের বাবাকে কটাক্ষ করার অভিযোগ ওঠে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। গত ২০ জুন একটি সভায় শুভেন্দু ‘দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক’ বলে কটাক্ষ করেছিলেন। ওই জনসভায় শুভেন্দু কারও নাম করলেও অভিষেকের বাবা অমিতের দাবি, ‘ওই মন্তব্য তাঁকেই লক্ষ্য করে করা হয়েছে’। এমন মন্তব্যে এক জন সাধারণ নাগরিক হিসেবে তাঁর সুনাম নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন অমিত। ঘটনাক্রমে আইনজীবী মারফত ক্ষমা চাওয়ার জন্য শুভেন্দুর কাছে আইনি নোটিস পাঠিান তিনি। যদিও সেই নোটিসের পরিপ্রেক্ষিতে কোনও প্রত্যুত্তর আসেনি শুভেন্দুর কাছ থেকে। তার পর শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেন অভিষেকের বাবা।