কলকাতাTuesday, 22 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিশ্বজুড়ে

Kibria Ansary
October 22, 2024 3:38 pm
Link Copied!

নিউইয়র্ক, ২২ অক্টোবরঃ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ আছড়ে পড়ল বিশ্বজুড়ে। গণহত্যাকারী নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন রাজধানী ও শহরে ব্যাপক বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ।

Read More: শিয়ালদহ দক্ষিণ শাখায় চলন্ত ট্রেনের ধাক্কায় মৃতু যুবকের, ছিন্নবিছিন্ন দেহ উদ্ধার

এছাড়াও বেলজিয়ামের রাজধানী অসলো, ব্রাসেলস, ইতালির জেনোয়া, নেদারল্যান্ডসের রটারডাম এবং সুইডেনের গোথেনবার্গ ও মালমোতে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতি এবং গাজায় অবিলম্বে মানবিক সহায়তা সরবরাহের দাবি জানান। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনও জানিয়েছে ফিলিস্তিনি পতাকা উড়িয়েছে তারা। শিশুদের বিরুদ্ধে নৃশংসতা ও দখলদারের জবাবদিহি করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে তারা।

Read More: ভয়ংকর কাণ্ড ভাঙরে, চায়ের দোকানে থেকে উদ্ধার প্রৌঢ়ের গলাকাটা দেহ

অন্যদিকে জার্মানির ব্রেমেন শহরে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন ও সহিংসতার প্রতিবাদে পদযাত্রার আয়োজন করে ফিলিস্তিনি সম্প্রদায়। এই পদযাত্রায় আরব ও ইসলামী সম্প্রদায়ের পাশাপাশি জার্মান এবং ইউরোপীয় কর্মীরা অংশগ্রহণ করে। জার্মান-ফিলিস্তিনি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেটলেফ গ্রিশি সহ বিশিষ্ট জার্মান রাজনৈতিক ব্যক্তিত্বরা পদযাত্রায় যোগ দেন। ইসরাইলি সহিংসতার নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি জানান তারা।

ব্রেমেনের ফিলিস্তিনি সম্প্রদায়ের প্রধান সামের বিলাল আসলান বলেন, “দীর্ঘ ঘুম থেকে জেগে ওঠার সময় এসেছে বিশ্বের। গাজায় এবং উপত্যকার উত্তরাঞ্চলে আমাদের জনগণের উপর নৃশংস হামলা ও জাতিগত নিধন চলছে তা বন্ধে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।”