পুবের কলম, ওয়েবডেস্ক: ক্লাস চলাকালীন ঝামেলার জের। ছুটি হতেই ক্লাসের সামনে সহপাঠীদের হাতে খুন কিশোর। নাম ইশু গুপ্তা। বয়স ১৪। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে আটক করেছে পুলিশ। যাদের মধ্যে পাঁচ জনই নাবালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির শকরপুর এলাকায়।
রাজকীয় সর্বোদয় বাল বিদ্যালয়ের সামনে খুন হয়েছে ওই পড়ুয়া। ওই স্কুলেরই ছাত্র ছিল সে। অভিযোগ, সহপাঠী কৃষ্ণ কয়েক জনের সহায়তায় তাকে খুন করেছে। তার আগে স্কুলে ক্লাস চলাকালীন তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে বিবাদ হয়েছিল। সেই রাগ থেকেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।