পুবের কলম ওয়েবডেস্কঃ মাঝে কেটে গিয়েছে ১৮টা বছর, ঋতুপর্ণ ঘোষও আজ না ফেরার দেশে।২০০৩ সালে ঋতুপর্ণর চোখের বালিতে অভিনয়ের পর ফের রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনীতে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বর্য রাইকে।
একটি ইন্দো-মার্কিন ছবি দ্য লেটারে অভিনয় করতে দেখা যাবে রাই সুন্দরীকে। এটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের তিন কন্যা অবলম্বনে নির্মিত হবে দ্য লেটার।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী ছবির পরিচালক ইশিতা গঙ্গোপাধ্যায়। পরিচালনার পাশাপাশি থিয়েটার ও গানের জগতের সঙ্গেও যুক্ত ইশিতা। প্রথমে হিন্দিতে ছবি বানানোর কথা থাকলেও পরে ঐশ্বর্যর পরামর্শে ইংরিজিতে ছবি বানানোর সিদ্ধান্ত নেন ইশিতা ।
রবি ঠাকুরের তিনকন্যা এই ছবিটির মূল প্রতিপাদ্য হলেও মা ও মেয়ের সম্পর্কের টানা পোড়েনকে কেন্দ্র করে এগোবে ছবি। পাশাপাশি আরও কিছু রাবীন্দ্রিক উপাদানও থাকছে ছবিটিতে।
ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ ছবিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্য। বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জাতীয় পুরস্কার পেয়েছিল ছবিটি। পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। ঐশ্বর্যার অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্যও দর্শকদের মুগ্ধ করেছিল।
কবে শুটিং শুরু হবে সেই কথা জানা না গেলেও শোনা যাচ্ছে দ্য লেটারে অভিনয়ের জন্য হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন অ্যাশ।