৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
কেন্দ্রের পরে এবার রাজ্য বাজেট পেশ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 10
পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রের পরে এবার অপেক্ষা রাজ্য বাজেটের। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হওয়ার কথা। এর জন্য আগামী আট ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ওই দিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন চলার কথা।
পরিষদীয় দফতর থেকে রাজ্যপালের একটি নির্দেশ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর দুটোয় রাজ্যপাল বিধানসভার সদস্যদের তলব করেছেন। কিছু দিন আগে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হতে পারে।