টালিগঞ্জ, বেলঘরিয়ার পর এবার অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে হানা দিল ইডি

- আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: টালিগঞ্জ, বেলঘরিয়ার পর প্রাক্তন মন্ত্রী পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটের হদিস মিলেছে নিউ টাউনে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগুইআটি থানা এলাকায় চিনারপার্ক আটঘরায় ‘রয়্যাল রেসিডেন্সি’ নামে অভিজাত ওই আবাসনে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকরা।
জানা গেছে, ওই আবাসনের বি ব্লকের ৪০৪ নম্বর অর্পিতার ফ্ল্যাটের তালা ভেঙে তল্লাশি শুরু করেছে ইডি চার প্রতিনিধিদল। এই অভিযানে নেমেই বিপাকে পড়তে হয় কেন্দ্রীয় সংস্থা কর্তাদের। কারণ ফ্ল্যাটের বন্ধতালা ভাঙতে আনা হয় বিশেষজ্ঞদের। সেইসঙ্গে অর্পিতার ফ্লাটে বিদ্যুৎ সংযোগ না থাকায় অন্ধকার পরিস্থিতিতে তদন্ত করতে বেগ পেতে হয় তদন্তকারীদের। যদিও তদন্তের সেই ভার এগিয়ে গিয়ে নিয়ে যেতে আবাসনের অন্যান্য বাসিন্দাদের সহযোগিতা নেন তদন্তকারীরা।
শেষ খবর পর্যন্ত ইডি কর্তারা জানতে পারছে, ২০১৯ সালে মাঝামাঝি সময়ে ৯১২ বর্গফিটের তিনটি রুম কেনে অর্পিতা। ফ্ল্যাটটির প্রতি স্কোয়ার ফিটের দাম ৩৮০০ টাকা। আবাসনের নিরাপত্তাধীন কর্মচারী বৃদ্ধ শ্যামচন্দ্র পোদ্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নিউটাউনের এই ফ্ল্যাট কেনার পর থেকে কারও যাতায়াত ছিল না আবাসনে। ফ্ল্যাটটি এযাবৎ পর্যন্ত বকেয়া রয়েছে মেনটেনেন্স-এর টাকা। তার পরিমাণ কম বেশি ৩৮ হাজার টাকা। এদিন রাত ৭.৪১ মিনিট নাগাদ অর্পিতার ফ্ল্যাটটি সিল করে সংশ্লিষ্ট আবাসন ছেড়ে বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। অর্পিতার এই ফ্ল্যাটে কোন কিছু সন্ধান মিলেছে কিনা, তা নিয়ে কোন মন্তব্য করেন তারা।