কলকাতাFriday, 9 September 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে সামজিক মাধ্যমে পোস্ট শুভশ্রীর, ট্রোলের শিকার হলেন অভিনেত্রী

Puber Kalom
September 9, 2022 8:31 pm
Link Copied!

পুবের কলম ওয়েব ডেস্কঃ সামাজিক মাধ্যমে কমবেশি সকল তারকায় ট্রোলের শিকার হন। বাংলা সিনেমা জগতে এমন কিছু তারকা আছে যারা বারংবার ট্রোলের শিকার হন, তারমধ্যে অন্যতম হলেন শুভশ্রী গাঙ্গুলী।সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা ‘ধর্মযুদ্ধ’, ও ‘বিসমিল্লাহ’-র কারণে ট্রোলের মুখে পড়তে হয়েছিল টলিউড এই অভিনেত্রীকে। তবে এবার ট্রোলের কারণটা একটু আলাদা।এদিন সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামের তাঁর এক পোস্ট ঘিরে শুরু হয় ট্রোলিং।

 

উল্লেখ্য, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে অন্য সবার মতো শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এদিন রানি দ্বিতীয় এলিজাবেথ একটি ছবি শেয়ার করে শুভশ্রী তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার সমগ্র জীবন, সেটা ছোট হোক বা বড়, তোমাদের কাজে উৎসর্গ করলাম। কুইন এলিজাবেথ, রেস্ট ইন পিস’।


এই পোস্ট করার পর থেকেই ট্রোলের মুখে পড়েছেন রাজ ঘরণী শুভশ্রী গাঙ্গুলী। এই প্রসঙ্গে এক নেটাগরিক লিখেছেন, ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলেও , কিছু কিছু মানুষের মন থেকে দাসত্ব যায়নি। এক ব্যক্তি লিখেছেন, ‘এত ভালোবাসা কোথা থেকে আসে, যদি আমাদের কোহিনূর ফিরিয়ে দিত তাও বুঝতাম।আরেক নেটিজেন লিখেছেন, ইংরেজি ভাষার ভাব বুঝে মন্তব্য করুন।

 

 

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘদিন তিনি অসুস্থ থাকার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বৃহস্পতিবার সকাল থেকেই রানির শরীরের অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছিলেন চিকিৎসকরা। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন তিনি। খবর পেয়েই প্রাসাদে ছুটে যান রাজ পরিবারের সদস্যরা। রানির শরীর নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস-সহ মন্ত্রী এবং সারা দুনিয়ার রাজনীতিক মহল।গত মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসকে নিয়োগ করেছিলেন রানি এলিজাবেথ। সিংহাসনে বসার পর থেকে ব্রিটেনের ১৫ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেছিলেন তিনি। প্রথা ভেঙে বাকিংহামের পরিবর্তে বালমোরাল প্রাসাদে বসেই লিজকে অভিনন্দন জানিয়েছিলেন রানি।