পুবের কলম প্রতিবেদক: পাঁচ বছর বাদে আবার বুধবার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। প্রথমে হবে সদস্যদের ভোটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রীর নির্বাচন। জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা সভানেত্রীর ক্ষমতা বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময় ধরে চলবে এই নির্বাচন প্রক্রিয়া।
তারই প্রথম ধাপ দলনেত্রীকে নির্বাচিত করার প্রক্রিয়া হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। করোনা পরিস্থিতিতে গত কয়েকবছর সাংগঠনিক নির্বাচন হয়নি আর সে কারণেই এই নির্বাচন ঘিরে তৃণমূলের সর্বস্তরে আগ্রহ যথেষ্ট। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা থেকে শুরু হয়ে যাবে সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া। তার আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পত্র সংগ্রহ করতে হবে সমস্ত ডেলিগেটদের। স্টেডিয়াম থেকেই এই কার্ড প্রদান করা হবে।
আর সামগ্রিকভাবে সমস্ত নির্বাচন প্রক্রিয়ায় রেফারির ভূমিকায় তথা রিটার্নিং অফিসার থাকবেন দলের মহাসচিব এবং পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি থাকবেন পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকরা।