কলকাতাWednesday, 9 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

অসমের চার জেলায় বাড়ানো হল আফস্পা

Puber Kalom
October 9, 2024 9:09 am
Link Copied!

পুবের কলম, ওয়েব ডেস্ক: অসমে ফের বাড়ানো হল আফস্পা এর মেয়াদ। জানা গেছে, বাংলাদেশের পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার একটি বিবৃতি জারি করে করে জানানো হয়, অসমের চার জেলায় আগামী ছয় মাসের জন্য বাড়ানো হল আফস্পা এর মেয়াদ । জেলাগুলি হল তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও এবং শিবসাগর। অশান্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এই এলাকাগুলিকে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে মোতায়েন থাকবে সশস্ত্র নিরাপত্তা  বাহিনী।

 

পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা বাহিনীর অশেষ চেষ্টায় অসম রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিগত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। বিশেষ করে গত ৩ বছরে।  তবে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আস্ফার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে অসম সরকার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে যে রাজ্যে আর কিছুদিন আস্ফারর মেয়াদ থাকুক।

 

পরিস্থিতি বিশ্লেষন করে অশান্ত এলাকায় নিরাপত্তার জন্য গত ১ অক্টোবর থেকে আগামী ছয় মাস পর্যন্ত আফস্পা বাড়ানো হয়েছে বলে নির্দেশ দেওয়া হয়েছ এদিন।

 

প্রসঙ্গত, ১৯৯০ সালের নভেম্বরে প্রথম আফস্পা লাগু হয়, তারপর থেকে প্রতি ছয় মাস পর পর তা বাড়ানো হয়েছে। এই আইনে নিরাপত্তা বাহিনীকে যে কোনও স্থানে অভিযান চালানোর এবং কোনও পূর্ব পরোয়ানা ছাড়াই কাউকে গ্রেফতার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।