৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাতেই কোটি টাকা কর বকেয়া আদানির

ইমামা খাতুন
  • আপডেট : ৫ মার্চ ২০২৩, রবিবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্ক: আদানি গোষ্ঠীকে নিয়ে সারা বিশ্বে তুমুল বিতর্ক চলছে। হিন্ডেনবার্গের রির্পোট প্রকাশিত হওয়ার পর আদানির শেয়ারে ধস নেমেছে। ধনীর তালিকায় নিচে নেমেছেন গৌতম আদানি। তারপরও কেন্দ্র সরকার এ নিয়ে মুখ খোলেনি। তাকে কর ছাড় দেওয়া হয়েছে বার বার।

এমনকি মোদির রাজ্যেও এই ঘটনা ঘটেছে। আদানি-রিলায়েন্সের কয়েক কোটি টাকা কর বাকি রয়েছে গুজরাতে। বিধানসভায় এই তথ্য প্রকাশ করেছে সে রাজ্যের বিজেপি সরকার। ডাবল ইঞ্জিন সরকার থাকার পরও এমন কান্ড ঘটেছে সেখানে।

মোট ৪৪৭টি সংস্থা দু’বছরের বেশি সময় ধরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট দেয়নি। ৩১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা ভ্যাট বকেয়া রয়েছে। এই ৪৪৭টি সংস্থার মধ্যে রয়েছে আদানি গোষ্ঠীর আদানি বাঙ্কারিং ও রিলায়েন্স পেট্রোলিয়ামের নাম। সঙ্গে রয়েছে ওয়েলসপান কর্পোরেশন লিমিটেড, ইন্ডাস টাওয়ার এমনকি ব্যাঙ্ক তছরুপ মামালায় অভিযুক্ত এবিজি শিপইয়ার্ডও। মোদি ঘনিষ্ঠ আদানি-রিলায়েন্সই কর ফাঁকি দিচ্ছে দিনের পর দিন। এ নিয়ে কোনও হইচই নেই ডাবল ইঞ্জিনের সরকারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাতেই কোটি টাকা কর বকেয়া আদানির

আপডেট : ৫ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: আদানি গোষ্ঠীকে নিয়ে সারা বিশ্বে তুমুল বিতর্ক চলছে। হিন্ডেনবার্গের রির্পোট প্রকাশিত হওয়ার পর আদানির শেয়ারে ধস নেমেছে। ধনীর তালিকায় নিচে নেমেছেন গৌতম আদানি। তারপরও কেন্দ্র সরকার এ নিয়ে মুখ খোলেনি। তাকে কর ছাড় দেওয়া হয়েছে বার বার।

এমনকি মোদির রাজ্যেও এই ঘটনা ঘটেছে। আদানি-রিলায়েন্সের কয়েক কোটি টাকা কর বাকি রয়েছে গুজরাতে। বিধানসভায় এই তথ্য প্রকাশ করেছে সে রাজ্যের বিজেপি সরকার। ডাবল ইঞ্জিন সরকার থাকার পরও এমন কান্ড ঘটেছে সেখানে।

মোট ৪৪৭টি সংস্থা দু’বছরের বেশি সময় ধরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট দেয়নি। ৩১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা ভ্যাট বকেয়া রয়েছে। এই ৪৪৭টি সংস্থার মধ্যে রয়েছে আদানি গোষ্ঠীর আদানি বাঙ্কারিং ও রিলায়েন্স পেট্রোলিয়ামের নাম। সঙ্গে রয়েছে ওয়েলসপান কর্পোরেশন লিমিটেড, ইন্ডাস টাওয়ার এমনকি ব্যাঙ্ক তছরুপ মামালায় অভিযুক্ত এবিজি শিপইয়ার্ডও। মোদি ঘনিষ্ঠ আদানি-রিলায়েন্সই কর ফাঁকি দিচ্ছে দিনের পর দিন। এ নিয়ে কোনও হইচই নেই ডাবল ইঞ্জিনের সরকারে।