৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দশ ধনীর তালিকায় প্রথম আদানি, দ্বিতীয় আম্বানি, ষষ্ঠ সাবিত্রী জিন্দাল, নয়া মুখ ফাল্গুনী নাইয়ার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের অর্থনীতি মন্থর গতিতে চললেও ভারতে ধনীদের সম্পত্তির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। ২০২২-সালের সেই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেই তালিকায় রয়েছে ১০০ জনের নাম। ভারতে এই ১০০ জন ধনকুবেরের মোট সম্পদ ২৫ বিলিয়ন ডলার বেড়ে ৮০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তালিকায় থাকা প্রথম ১০ জনের সম্পত্তির মোট পরিমাণ ৩৮৫ বিলিয়ন ডলার।

এই তালিকার প্রথমে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার টাইকুন গৌতম আদানির নাম। ২০০৮ সালের পরে এই প্রথম ভারতের ধনীতম ব্যক্তিদের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন আদানি। ২০২১-সালে সম্পত্তি তিনগুণ হওয়ার পরে এই অর্থবর্ষে আদানির মোট সম্পত্তির পরিমাণ পৌঁছেছে ১৫০ বিলিয়ন ডলারে। এর ফলে কিছুদিনের জন্য হলেও বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তির জায়গা ধরে রাখতে পেরেছেন গৌতম আদানি।
আদানির পরেই এই তালিকায় নাম রয়েছে মুকেশ আম্বানির। রিলায়্যান্স ইনডাস্ট্রিসের মালিক, খনিজ তেল এবং গ্যাস থেকে শুরু করে টেলিকম জায়েন্ট আম্বানির সম্পত্তির পরিমাণ ৮৮ বিলিয়ন ডলার।

তৃতীয় তালিকায় রয়েছেন রিটেলিং কিং রাধাকৃষ্ণণ দামানি। এই প্রথম ধনীদের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। যদিও চলতি অর্থবর্ষে ৬ শতাংশ সম্পত্তি কমেছে ডিমার্ট সংস্থার মালিকের। দামানির মোট সম্পত্তির পরিমাণ ২৭.৬ বিলিয়ন ডলার।

করোনার টিকা প্রস্তুতকারী সংস্থার মালিক সাইরাস পুনাওয়ালা নাম রয়েছে চতুর্থ স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ২১.৫ বিলিয়ন ডলার বা ১৭৩,৬৪২.৬২ কোটি টাকা।

পঞ্চম স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলজির চেয়ারম্যান ইমেরিটাস শিব নাদরের নাম। সম্পত্তির পরিমাণ ২১.৪ বিলিয়ন ডলার বা ১৭২,৮৩৪.৯৭ কোটি। এই বছর শিক্ষাখাতে তিনি ৬৬২ ডলার মিলিয়ন অর্থ দান করেছেন।

ষষ্ঠস্থানে রয়েছেন ভারতের সবচেয়ে ধনী মহিলা এবং ওপি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন ইমেরিটাস সাবিত্রী জিন্দাল। ফোবর্সে তালিকায় একমাত্র মহিলা হিসেবে নাম রয়েছে এই সাবিত্রী জিন্দালের। তার সম্পত্তির মোট মূল্য ৬১.৪ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ১৩২,৪৫২.৯৭ কোটি টাকা।

সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংঘভির নাম রয়েছে সপ্তম স্থানে। সাংঘভির সম্পত্তির মূল্য ১৫.৫ বিলিয়ন ডলার, ১২৫,১৮৪.২১ কোটি টাকা। দিলীপ সাংঘভি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের সদস্য।

ধনীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছে হিন্দুজা ব্রাদার্স। সম্পত্তির মোট পরিমাণ ১৫.২ বিলিয়ন ডলার (১২২,৭৬১.২৯ কোটি)। ১৯১৪ সালে পরমানন্দ দীপচাঁদ হিন্দুজা প্রতিষ্ঠিত করেন। পরে
শ্রীচান্দ, গোপীচান্দ, প্রকাশ এবং অশোক হিন্দুজা ‘হিন্দুজা ব্রাদার্স’ পরিচালনার ভার নেন।

নবম স্থানে নাম রয়েছে টেক্সটাইল-টু-সিমেন্ট কোম্পানি আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার বিড়লার নাম। সম্পত্তির মোট মূল্য ১৫ বিলিয়ন ডলার (১২১, ১৪৬.০১ কোটি টাকা)

ধনীদের মধ্যে ১০ নম্বরে নাম রয়েছে বাজাজ পরিবারের। সংশ্লিষ্ট এই পরিবারের অধীনে রয়েছে ৪০টি কোম্পানি। মোট সম্পত্তির পরিমাণ ১৪.৬ বিলিয়ন ডলার (১১৭,৯১৫.৪৫ কোটি)। ৯৬ বছর আগে ১৯২৬ সালে এই যমনালাল বাজাজ মুম্বইতে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।

তবে এবার ১০০ ধনী ব্যক্তির তালিকায় কয়েকজন নতুন মুখ জায়গা করে নিয়েছেন। এর হলেন ফ্যাশন ও বিউটি প্রোডাক্ট রিটেলার সংস্থা নায়েকার মালিক ফাল্গুনী নাইয়ার, বস্ত্র প্রস্তুতকারী সংস্থার মালিক রবি মোদি এবং জুতো প্রস্তুতকারী সংস্থার মালিক রফিক মালিক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দশ ধনীর তালিকায় প্রথম আদানি, দ্বিতীয় আম্বানি, ষষ্ঠ সাবিত্রী জিন্দাল, নয়া মুখ ফাল্গুনী নাইয়ার

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের অর্থনীতি মন্থর গতিতে চললেও ভারতে ধনীদের সম্পত্তির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। ২০২২-সালের সেই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেই তালিকায় রয়েছে ১০০ জনের নাম। ভারতে এই ১০০ জন ধনকুবেরের মোট সম্পদ ২৫ বিলিয়ন ডলার বেড়ে ৮০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তালিকায় থাকা প্রথম ১০ জনের সম্পত্তির মোট পরিমাণ ৩৮৫ বিলিয়ন ডলার।

এই তালিকার প্রথমে রয়েছে ইনফ্রাস্ট্রাকচার টাইকুন গৌতম আদানির নাম। ২০০৮ সালের পরে এই প্রথম ভারতের ধনীতম ব্যক্তিদের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন আদানি। ২০২১-সালে সম্পত্তি তিনগুণ হওয়ার পরে এই অর্থবর্ষে আদানির মোট সম্পত্তির পরিমাণ পৌঁছেছে ১৫০ বিলিয়ন ডলারে। এর ফলে কিছুদিনের জন্য হলেও বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তির জায়গা ধরে রাখতে পেরেছেন গৌতম আদানি।
আদানির পরেই এই তালিকায় নাম রয়েছে মুকেশ আম্বানির। রিলায়্যান্স ইনডাস্ট্রিসের মালিক, খনিজ তেল এবং গ্যাস থেকে শুরু করে টেলিকম জায়েন্ট আম্বানির সম্পত্তির পরিমাণ ৮৮ বিলিয়ন ডলার।

তৃতীয় তালিকায় রয়েছেন রিটেলিং কিং রাধাকৃষ্ণণ দামানি। এই প্রথম ধনীদের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। যদিও চলতি অর্থবর্ষে ৬ শতাংশ সম্পত্তি কমেছে ডিমার্ট সংস্থার মালিকের। দামানির মোট সম্পত্তির পরিমাণ ২৭.৬ বিলিয়ন ডলার।

করোনার টিকা প্রস্তুতকারী সংস্থার মালিক সাইরাস পুনাওয়ালা নাম রয়েছে চতুর্থ স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ২১.৫ বিলিয়ন ডলার বা ১৭৩,৬৪২.৬২ কোটি টাকা।

পঞ্চম স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলজির চেয়ারম্যান ইমেরিটাস শিব নাদরের নাম। সম্পত্তির পরিমাণ ২১.৪ বিলিয়ন ডলার বা ১৭২,৮৩৪.৯৭ কোটি। এই বছর শিক্ষাখাতে তিনি ৬৬২ ডলার মিলিয়ন অর্থ দান করেছেন।

ষষ্ঠস্থানে রয়েছেন ভারতের সবচেয়ে ধনী মহিলা এবং ওপি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন ইমেরিটাস সাবিত্রী জিন্দাল। ফোবর্সে তালিকায় একমাত্র মহিলা হিসেবে নাম রয়েছে এই সাবিত্রী জিন্দালের। তার সম্পত্তির মোট মূল্য ৬১.৪ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ১৩২,৪৫২.৯৭ কোটি টাকা।

সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংঘভির নাম রয়েছে সপ্তম স্থানে। সাংঘভির সম্পত্তির মূল্য ১৫.৫ বিলিয়ন ডলার, ১২৫,১৮৪.২১ কোটি টাকা। দিলীপ সাংঘভি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের সদস্য।

ধনীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছে হিন্দুজা ব্রাদার্স। সম্পত্তির মোট পরিমাণ ১৫.২ বিলিয়ন ডলার (১২২,৭৬১.২৯ কোটি)। ১৯১৪ সালে পরমানন্দ দীপচাঁদ হিন্দুজা প্রতিষ্ঠিত করেন। পরে
শ্রীচান্দ, গোপীচান্দ, প্রকাশ এবং অশোক হিন্দুজা ‘হিন্দুজা ব্রাদার্স’ পরিচালনার ভার নেন।

নবম স্থানে নাম রয়েছে টেক্সটাইল-টু-সিমেন্ট কোম্পানি আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার বিড়লার নাম। সম্পত্তির মোট মূল্য ১৫ বিলিয়ন ডলার (১২১, ১৪৬.০১ কোটি টাকা)

ধনীদের মধ্যে ১০ নম্বরে নাম রয়েছে বাজাজ পরিবারের। সংশ্লিষ্ট এই পরিবারের অধীনে রয়েছে ৪০টি কোম্পানি। মোট সম্পত্তির পরিমাণ ১৪.৬ বিলিয়ন ডলার (১১৭,৯১৫.৪৫ কোটি)। ৯৬ বছর আগে ১৯২৬ সালে এই যমনালাল বাজাজ মুম্বইতে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।

তবে এবার ১০০ ধনী ব্যক্তির তালিকায় কয়েকজন নতুন মুখ জায়গা করে নিয়েছেন। এর হলেন ফ্যাশন ও বিউটি প্রোডাক্ট রিটেলার সংস্থা নায়েকার মালিক ফাল্গুনী নাইয়ার, বস্ত্র প্রস্তুতকারী সংস্থার মালিক রবি মোদি এবং জুতো প্রস্তুতকারী সংস্থার মালিক রফিক মালিক।