পুবের কলম প্রতিবেদকঃ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তবে চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে মাল্টি অরগান ফেলিওর হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। শুক্রবার দুপুরে তিনি মারা যান।
প্রসঙ্গত, ১৯৭৬-এ তপন সিংহের হারমোনিয়াম তারপর আশির দশকজুড়ে বাঞ্ছারামের বাগান আদালত ও একটি মেয়ে আতঙ্কর মতো ছবিতে অভিনয় করেছেন ভীষ্ম গুহঠাকুরতা। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর শোক বার্তায় লিখেছেন, বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র গণশত্রু, শাখাপ্রশাখা, গুপী বাঘা ফিরে এলো, অন্তর্ধান, বৈদূর্য্য রহস্য, ফটিকচাঁদ, আদালত ও একটি মেয়ে, হারমোনিয়াম, বাঞ্ছারামের বাগান ইত্যাদি। তাঁর প্রয়াণে অভিনয় জগতের ক্ষতি হল।
আমি ভীষ্ম গুহঠাকুরতার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।