কলকাতাTuesday, 16 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চিংড়িহাটায় দুর্ঘটনা, মাথা থেকে হেলমেট খুলে রেলিংয়ে, মৃত তথ্যপ্রযুক্তি কর্মী

mtik
November 16, 2021 8:29 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ সল্টলেকে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক তথ্যপ্রযুক্তি কর্মীর। মৃতের নাম সাগর বেরা (২১)। আহত তাঁরই সহকর্মী বাইক চালক সোহম কোনার। মঙ্গলবার ভোর সকালে চিংড়িহাটা বিশ্ববাংলা সরণির উপর মর্মান্তিক এই পথদুর্ঘটনার পিছনে অভিযোগ উঠছে মেট্রোর কাজের দিকে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ কলকাতার দিক থেকে একই বাইকে চেপে সোহম ও সাগর সল্টলেক পাঁচ নম্বর সেক্টর নিজেদের অফিসে যাচ্ছিলেন। বাইপাসের উপরে চিংড়িহাটা ব্রিজ থেকে নামতেই বিশ্ববাংলা সরণির উপর হচ্ছে মেট্রো। নির্মীয়মাণ প্রকল্পের জন্য রাস্তার উপরে প্রয়োজনে কিছু জায়গা ঘিরে রেখেছে কর্তৃপক্ষ। ফলে ওই স্থানে রাস্তা অনেকটাই সংকীর্ণ হয়েছে। আর এখানেই তৈরি হচ্ছে মরণফাঁদ।

স্থানীয় সূত্রে খবর চিংড়িহাটা ব্রিজে নিচের দিক থেকে একটি লরি দ্রুত গতিতে নির্মীয়মাণ মেট্রোর পাশের রাস্তায় ঢুকে পড়ে। বাইকটি নিজেদের লেন দিয়ে যাচ্ছিল। সেই সময় লরিটি বাইকের পিছনে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই বাইক থেকে ছিটকে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন দু’জনে। অভিঘাত এতটাই ছিল যে, মাথা থেকে হেলমেট খুলে গিয়ে ফুটপাতের লোহার রেলিংয়ে মাথা গিয়ে সজোরে আঘাত লাগে সাগরের। ঘটে ব্যাপক রক্তক্ষরণ। দুর্ঘটনার খবর পেয়ে বিধাননগর পুলিশ আহত দুই যুবককে উদ্ধার করে সল্টলেক সেবা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা সাগর বেরাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে সোহমকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে,  ব্রিজ থেকে গাড়ি নেমে অথবা ব্রিজের নিচ দিয়ে নিক্কো পার্কের দিকে এগোতে গিয়ে ঘটছে বিপত্তি। বাসিন্দাদের অভিযোগ মেট্রোর কাজের জন্য রাস্তার একটি বড় অংশকে ঘিরে রাখা হয়েছে। ফলে চিংড়িহাটার এই অঞ্চলের রাস্তা সরু হয়ে ক্রমশ চিহ্নিত হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে।