৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন পঞ্চায়েত ভোটে ৫ দফা দাবি রেখে  হাইকোর্টের দ্বারস্থ আবু হাসেম খান চৌধুরী 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার
  • / 5

পারিজাত মোল্লা:  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর এবার পঞ্চায়েত ভোটে নিরাপত্তা নিয়ে একই সূর পাওয়া গেল মালদার বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীর মধ্যে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা করেছেনন আবু হাসেম খান চৌধুরী ।

রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে এবার কলকাতা হাইকোর্টের  দ্বারস্থ হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। পাঁচ দফা দাবি সামনে রেখে আদালতে একটি জনস্বার্থ মামলা রুজু করেছেন তিনি।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলাটি রুজু করা হয়েছে ।  আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

দাখিল মামলায় দাবি -১, অনলাইনে মনোনয়ন পেশের বন্দোবস্ত, ২) মনোনয়ন পেশের পর থেকেই প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ, ৩) কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট, ৪) সমগ্র নির্বাচনী প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি এবং ৫) মোট ৬ দফায় নির্বাচন ।রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ , -‘ গ্রাম বাংলার প্রশাসন ধরে রাখতে সন্ত্রাস ও হিংসার আশ্রয় নিতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস ! ভোটে কারচুপির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তারা ।

এই প্রেক্ষাপটে অবাধ ও সুষ্ঠু ভোট করাতে প্রশাসন যাতে আরও কঠোর হয়, সেই দাবিও তোলা হচ্ছে ।আগামী দুই থেকে তিন মাসের  মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে । তবে, আসন সংরক্ষণের তালিকা এখনও তৈরি না হওয়ায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন । ইতিমধ্যেই  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে  মামলা রুজু করেছেন । তাঁর দাবি, পঞ্চায়েত ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে । শুভেন্দুর করা মামলার শুনানিও শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে । এবার সেই একই দাবিতে মামলা করেছেন আবু হাসেম খান চৌধুরীও । আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আসন্ন পঞ্চায়েত ভোটে ৫ দফা দাবি রেখে  হাইকোর্টের দ্বারস্থ আবু হাসেম খান চৌধুরী 

আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার

পারিজাত মোল্লা:  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর এবার পঞ্চায়েত ভোটে নিরাপত্তা নিয়ে একই সূর পাওয়া গেল মালদার বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরীর মধ্যে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা করেছেনন আবু হাসেম খান চৌধুরী ।

রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে এবার কলকাতা হাইকোর্টের  দ্বারস্থ হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। পাঁচ দফা দাবি সামনে রেখে আদালতে একটি জনস্বার্থ মামলা রুজু করেছেন তিনি।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলাটি রুজু করা হয়েছে ।  আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

দাখিল মামলায় দাবি -১, অনলাইনে মনোনয়ন পেশের বন্দোবস্ত, ২) মনোনয়ন পেশের পর থেকেই প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ, ৩) কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট, ৪) সমগ্র নির্বাচনী প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি এবং ৫) মোট ৬ দফায় নির্বাচন ।রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ , -‘ গ্রাম বাংলার প্রশাসন ধরে রাখতে সন্ত্রাস ও হিংসার আশ্রয় নিতে পারে শাসকদল তৃণমূল কংগ্রেস ! ভোটে কারচুপির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তারা ।

এই প্রেক্ষাপটে অবাধ ও সুষ্ঠু ভোট করাতে প্রশাসন যাতে আরও কঠোর হয়, সেই দাবিও তোলা হচ্ছে ।আগামী দুই থেকে তিন মাসের  মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে । তবে, আসন সংরক্ষণের তালিকা এখনও তৈরি না হওয়ায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন । ইতিমধ্যেই  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে  মামলা রুজু করেছেন । তাঁর দাবি, পঞ্চায়েত ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে । শুভেন্দুর করা মামলার শুনানিও শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের  প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে । এবার সেই একই দাবিতে মামলা করেছেন আবু হাসেম খান চৌধুরীও । আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।