কলকাতাFriday, 11 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

জুনিয়র ডাক্তারদের নিয়ে উদ্বেগ, সরকারের হস্তক্ষেপ চেয়ে মমতাকে চিঠি আইএমএ-এর

Kibria Ansary
October 11, 2024 9:53 am
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। চিঠিতে অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন সর্বভারতীয় চিকিৎসক সংগঠন। চিঠিতে আইএমএ সভাপতি আর ভি অশোকন বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার তাদের সমস্ত দাবি পূরণে সম্পূর্ণ সক্ষম।

১০ অক্টোবর চিঠিতে উল্লেখ করা হয়েছে, “প্রায় এক সপ্তাহ হয়ে গেল বাংলার তরুণ চিকিৎসকরা অনশনে রয়েছেন। তাঁদের ন্যায্য দাবিকে সমর্থন করে আইএমএ। তারা আপনার তাত্ক্ষণিক মনোযোগ প্রাপ্য। পশ্চিমবঙ্গ সরকার সমস্ত দাবি পূরণে সম্পূর্ণ সক্ষম। প্রবীণ ও সরকার প্রধান হিসেবে তরুণ প্রজন্মের চিকিৎসকদের সঙ্গে বিষয়টির নিষ্পত্তি করার জন্য আপনার কাছে আমাদের আবেদন। ভারতের সমগ্র চিকিৎসক সম্প্রদায় উদ্বিগ্ন এবং বিশ্বাস করে যে আপনি তাদের জীবন বাঁচাতে সক্ষম হবেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অফিসগুলি যদি কোনও সাহায্য করতে পারে তবে আমরা সানন্দে সহায়তা করব।”

আইএমএ সভাপতি আর ভি অশোকন জানান, ‘আমি কলকাতায় যাচ্ছি এবং যেসব জুনিয়র ডাক্তার রোজা রাখছেন, তাদের সঙ্গে দেখা করব। হাসপাতালে ভর্তি তরুণ চিকিৎসককে দেখতে আরজি কর হাসপাতালেও যাব। আমি অন্যান্য তরুণ ডাক্তারদের সঙ্গেও কথা বলব এবং তারপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলব।’ চিঠির কোনো উত্তর পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেই অপেক্ষায় আছি।’