পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্রমশ জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী মুখ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বার ক্ষমতায় আসার পর আগামী ২৫ তারিখ প্রথম বার দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন সময় পেলে তিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ও সাক্ষাৎ করবেন।
মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা নিয়ে জল্পনার মাঝেই জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই দিল্লি উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ২১ শে জুলাইয়ের কর্মসূচি শেষ করে আগামী ২২ জুলাই দিল্লি পৌছাবেন অভিষেক। যদিও সাংসদ হিসেবে বাদল অধিবেশনে তাঁর অংশ নেওয়ার কথা।
তবে রাজনৈতিক ওয়াকিফহাল মহলের মতে নিছক বাদল অধিবেশনে অংশ নেওয়া নয়।ভোট কুশলি প্রশান্ত কিশোর আগেই বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনের সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছেন। অভিষেক – মমতার জোড়া দিল্লি সফর তাতে আরও বাড়তি মাত্রা যোগ করল।