১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নরওয়ে যাওয়ার আমন্ত্রণ পেলেন অভিষেক

ইমামা খাতুন
  • আপডেট : ১০ নভেম্বর ২০২৪, রবিবার
  • / 113

পুবের কলম প্রতিবেদক: ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে নরওয়ের ওসলোতে। রাজনীতি ও সমাজের অন্য ক্ষেত্রে আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মহিলাদের সমান অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আলোচনা হবে। ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল যাবে নরওয়ে। সেই প্রতিনিধি দলের একজন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

.
তিনি ২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ। লিঙ্গ সাম্য এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য এবার নরওয়ে থেকে তিনি আমন্ত্রণ পেয়েছেন। ভারতের অবস্থিত নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানে ডাক পেয়েছেন অভিষেক।

আগামি ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে নরওয়ের ওসলোতে। রাজনীতি ও সমাজের অন্য ক্ষেত্রে আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মহিলাদের সমান অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আলোচনা হবে। ৬ দিনের এই কর্মসূচিতে নরওয়ের সাংসদদের সঙ্গে মতের আদানপ্রদান হবে ভারতের সাংসদদের। শুধু তাই নয়, সেদেশের শিল্পপতি, শিক্ষাবিদ, সরকারি আধিকারিকদের সঙ্গেও আলোচনা করবেন ভারতের প্রতিনিধি দলের সাংসদরা। ভারতীয় সাংসদদের যাতায়াত, তাঁদের থাকার খরচ-সহ সবকিছু বহন করবে নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জ।

অভিষেকের এই আমন্ত্রণ পাওয়া নিয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন নিয়ে একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। এমনকি, তৃণমূলের সাংসদ সংখ্যার দিকে তাকালে দেখা যাবে, লোকসভায় দলের ২৯ জন সাংসদের মধ্যে ১১ জন মহিলা। ফলে নারীর ক্ষমতায়ন নিয়ে এরকম আলোচনায় দলের সেকেন্ড ইন কম্যান্ডের আমন্ত্রণ পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নরওয়ে যাওয়ার আমন্ত্রণ পেলেন অভিষেক

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, রবিবার

পুবের কলম প্রতিবেদক: ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে নরওয়ের ওসলোতে। রাজনীতি ও সমাজের অন্য ক্ষেত্রে আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মহিলাদের সমান অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আলোচনা হবে। ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল যাবে নরওয়ে। সেই প্রতিনিধি দলের একজন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

.
তিনি ২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ। লিঙ্গ সাম্য এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য এবার নরওয়ে থেকে তিনি আমন্ত্রণ পেয়েছেন। ভারতের অবস্থিত নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানে ডাক পেয়েছেন অভিষেক।

আগামি ১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে নরওয়ের ওসলোতে। রাজনীতি ও সমাজের অন্য ক্ষেত্রে আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মহিলাদের সমান অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আলোচনা হবে। ৬ দিনের এই কর্মসূচিতে নরওয়ের সাংসদদের সঙ্গে মতের আদানপ্রদান হবে ভারতের সাংসদদের। শুধু তাই নয়, সেদেশের শিল্পপতি, শিক্ষাবিদ, সরকারি আধিকারিকদের সঙ্গেও আলোচনা করবেন ভারতের প্রতিনিধি দলের সাংসদরা। ভারতীয় সাংসদদের যাতায়াত, তাঁদের থাকার খরচ-সহ সবকিছু বহন করবে নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জ।

অভিষেকের এই আমন্ত্রণ পাওয়া নিয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন নিয়ে একাধিক পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। এমনকি, তৃণমূলের সাংসদ সংখ্যার দিকে তাকালে দেখা যাবে, লোকসভায় দলের ২৯ জন সাংসদের মধ্যে ১১ জন মহিলা। ফলে নারীর ক্ষমতায়ন নিয়ে এরকম আলোচনায় দলের সেকেন্ড ইন কম্যান্ডের আমন্ত্রণ পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।