পুবের কলম, ওয়েব ডেস্কঃ দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। রবিবার এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই দিনটি সংবিধানে নিহিত আদর্শগুলিকে সম্মান করার দিন হিসেবেই মনে করিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে ‘আত্মসমীক্ষা’-র প্রসঙ্গও উল্লেখ ডায়মন্ড হারবারের সংসদ। ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের মধ্যেই প্রজাতন্ত্র নিহিত রয়েছে, জানিয়েছেন তিনি।
অভিষেক এ দিন এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমরা আমাদের কৃতিত্বগুলির জন্য যেমন গর্ব করি তেমন এটাই আত্মসমীক্ষার সময়। আমাদের গণতন্ত্রের শক্তি নিহিত রয়েছে তার প্রতিষ্ঠান, সামাজিক অন্তর্ভুক্তিকরণ এবং অর্থনৈতিক ন্যায্যতায়। আজ আমরা এমন একটি প্রজাতন্ত্র গড়ার প্রতিশ্রুতি নিই যা কেবল শক্তিশালীই নয়, বরং সহানুভূতিশীল, কেবল সমৃদ্ধই নয় বরং অন্তর্ভুক্তিমূলক।’
আগামীর রাস্তা যে মসৃণ হবে না, তা উল্লেখ করেও তরুণ সাংসদের আশা, ‘আমরা একসঙ্গে এমন এক ভারতের জন্য লড়াই করতে পারি যা আমাদের সংবিধান গঠনকারীদের স্বপ্ন পূরণ করবে। ৭৬তম প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র উদযাপনের জন্য নয়, তা আমাদের দায়িত্বপালনের প্রতি আহ্বানও।’
উল্লেখ্য, এ বার প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে প্রধান অতিথি হয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। দিল্লিতে কুচকাওয়াজ দেখার জন্য সমাজের বিভিন্ন স্তরের ১০ হাজার অতিথি আমন্ত্রিত থাকেন। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর ১৫২ জন সদস্য এ দিনের কুচকাওয়াজে অংশ নেন। সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উন্মোচন করে এ দিনের অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কুচকাওয়াজে প্রদর্শিত হয় ডিআরডিও-র ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’। অন্য দিকে কলকাতার রেড রোডের কুচকাওয়াজে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।