কলকাতাThursday, 10 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিধানসভা নির্বাচন: দিল্লিতে একাই লড়বে আপ

Puber Kalom
October 10, 2024 11:09 am
Link Copied!

পুবের কলম ওয়েব ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনে ফের একলা চলোর বিধান আপের।  কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে এককভাবে প্রার্থী দেবে আম আদমি পার্টি। হরিয়ানায় ভোটেও একলা চলোর নীতি অনুসরণ করেছিল আপ।  তবে খাতা খুলতে পারেনি।

 

আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বুধবার সংবাদ মাধ্যমে জানান, ‘দিল্লিতে আপ একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী কংগ্রেস ও অহংকারী বিজেপির সঙ্গে একা লড়াই করতে সক্ষম।

পাশাপাশি তিনি আরও বলেন, শরিক দলকে মূল্যায়ন করেনা কংগ্রেস। অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে হরিয়ানাতে কি হয়েছে  সবাই জানে । ১০ বছর ধরে দিল্লি বিধানসভায় কংগ্রেসের কোনো আসন ছিল না। তার পরও আম আদমি পার্টি লোকসভা নির্বাচনে কংগ্রেসকে তিনটি আসন ছেড়ে দিয়েছিল।  অথচ তারা হরিয়ানায় মিত্রদের সঙ্গে নেওয়ার প্রয়োজন মনে করল না।

সম্প্রতি নির্বাচনে হরিয়ানায় বিজেপি  বিপুল  জয় পেয়েছে। সেখানকার ৯০টি আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছে বিজেপি। হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ছিল ৪৬টি আসন।কংগ্রেস পেয়েছে ৩৭ আসন। সেখানে একাকী প্রতিদ্বন্দ্বিতা করে কোনো আসন পায়নি আম আদমি পার্টি। ভোট বিশেষজ্ঞরা বলছেন, অন্য দলগুলোর ভোট কাটাকাটির কারণে ১৭টি আসনে হেরে গেছে কংগ্রেস।