মেয়র নির্বাচনে দাঁড়াচ্ছে না আপ, দিল্লিতে এবার ট্রিপল ইঞ্জিন সরকার

- আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
- / 140
পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির মেয়র ও ডেপুটি মেয়র পদের দৌড় থেকে সরে দাঁড়াল আম আদমি পার্টি। ২৫ এপ্রিল দিল্লি পুর কর্পোরেশনে নির্বাচন রয়েছে। নির্বাচনের মাত্র চারদিন আগেই আপের এই ঘোষণা। সোমবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। দিল্লি পুর কর্পোরেশনের মেয়র এবং ডেপুটি মেয়র পদের জন্য আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না বলে জানিয়েছে আপ। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে। নানা জল্পনা শুরু হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলর নেই। এই যুক্তিতে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত আম আদমি পার্টির। কেজরিওয়ালের দল না লড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতা জিততে চলেছে গেরুয়া শিবির। ফলে স্পষ্টত, দিল্লিতে দেখা যাবে ট্রিপল ইঞ্জিন সরকার।
আরও পড়ুন: দলিত নির্যাতনে উত্তরপ্রদেশ দেশের শীর্ষ স্থানে, দাবি অখিলেশ যাদবের
সংবাদ সম্মেলন করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা আতিশী বলেন, আম আদমি পার্টি এমসিডিতেও একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে। এমসিডি নির্বাচনে বিজেপি প্রচুর কারচুপি করেও হেরেছে। এর পরেও তারা থামেনি। সমস্ত কাউন্সিলরকে দখল করা হয়েছে। তিনি আরও বলেন, আম আদমি পার্টি ‘নাশকতা’ এবং ‘ঘোড়া কেনাবেচার রাজনীতিতে’ বিশ্বাস করে না। তাই মেয়র পদে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি পদ্ম শিবিরকে খোঁজা দিয়ে বলেন, দিল্লিতে বিজেপির ট্রিপল ইঞ্জিন সরকার গঠন করা উচিত। কোনও অজুহাত ছাড়াই দিল্লির জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করুক বিজেপি নিশানা আতিশী মারলেনার।
আপ নেতা সৌরভ ভরদ্বাজও পদ্ম শিবিরের অপারেশন লোটাসের অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ায় জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। বিজেপি নির্বাচনে হেরে গিয়ে সরকার গঠন করে বলে অভিযোগ ভরদ্বাজের। বিজেপি মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর জানিয়েছেন, আপ দায়িত্ব এড়াতে চাইছে। উল্লেখ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি বা দিল্লি পুরসভাতে এখন মোট সদস্য সংখ্যা ২৫০। আপের আসন সংখ্যা ১২৫। বিজেপির আসন ১১৫। কংগ্রেসের ৯টি ও নির্দলের একটি আসন।