পুবের কলম ওয়েব ডেস্কঃ আমির খানের লাল সিং চাড্ডা সিনেমা এখন ‘টক অফ দ্যা টাউন’। দীর্ঘ চার বছর শুটিং চলার পর অবশেষে গত ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বড় বাজেটের এই ছবি। ভারতীয় মুদ্রায় প্রায় ১৮০ কোটি রুপি লেগেছিল লাল সিং চাড্ডা সিনেমাটি তৈরি করতে। তবে আমির খানের এই সিনেমাটি অফিসে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি । বরং, চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, লাল সিং চাড্ডা বক্স অফিসে মাত্র ৬০ কোটি রুপি আয় করেছে। যার ফলে ১০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে ছবি নির্মাতাদের।এমত অবস্থায় বড় সিদ্ধান্ত নিয়েছেন আমির খান।এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ছবির জন্য কোনও পারিশ্রমিক নিচ্ছেন না আমির।
এই প্রসঙ্গে ছবির প্রযোজক জানান, আমির তাঁর জীবনের চারটি গুরুত্বপূর্ণ বছর এই সিনেমার জন্য দিয়েছে।এই সিনেমা থেকে ওনার ১০০ কোটির মতো পাওয়ার কথা ছিল। কিন্তু তিনি পারিশ্রমিক হিসেবে কোনও টাকা নিচ্ছেন না।
প্রসঙ্গত , বিনোদন জগতে জোর বিতর্কে আমির খানের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’। এই ছবিটি মুক্তির আগে থেকেই বয়কটের ডাক ওঠে। সিনেমাটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। প্রযোজনা করেছেন একতা কাপুর। ১৯৯৪ সালের হলিউড ফিল্ম ‘ফরেস্ট গাম্পে’র হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। মুক্তির পর থেকেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে আমির খান ও করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’।বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখতেই পাইনি এই ছবি। তবে ‘লাল সিং চড্ডা’র হয়ে সোশ্যাল মিডিয়ায় ঢালাও প্রচার চালিয়েছেন বলিউড সেলেবরা।করোনা মহামারীর কারণে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ রাখতে হয় ছবি তৈরির কাজ। আমির খান ও করিনা কাপুর ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নাগা চৈতন্য এবং মোনা সিং এর মত অভিনেতারা।