পুবের কলম ওয়েবডেস্কঃ প্রভুকুঞ্জের বাসভবনে গানস্যালুটের মধ্যে দিয়ে অন্তিমশ্রদ্ধা জানানোর পর প্রয়াত সুরসম্রাজ্ঞ্রীর নশ্বর দেহ নিয়ে যাওয়া হয় শিবাজী পার্কে।জাতীয় পতকায় মুড়ে দেওয়া হয় তাঁর দেহ। শোক যাত্রায় চোখের জলে সামিল হয় “ আমচি মুম্বই” ( মুম্বইয়ের সাধারণ মানুষ) আপাতত শিবাজী পার্কে চলছে শেষবিদায়ের প্রস্তুতি। দেখুন ছবি ও ভিডিওতে
Final rites of #LataMangeshkar to be performed at Shivaji Park, Dadar, Mumbai. Last Journey of Lata Mangeshkar to begin in few minutes. pic.twitter.com/Ppl0EpVltT
— All India Radio News (@airnewsalerts) February 6, 2022