আধারের পর নয়া গেরো, জম্মু -কাশ্মীরে এক পরিবারের একটাই আইডি !

- আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের প্রত্যেক পরিবারকে ফ্যামিলি আইডি নামে একটি ইউনিক আলফা কোড সরবরাহ করা হবে। যার মাধ্যমে তৈরি হবে একটি ডেটাবেস। ফ্যামিলি আইডি ডেটাবেসের ডেটা একবার যাচাই করা থাকলে, কোনও সুবিধাভোগীকে কোনও পরিষেবা পাওয়ার জন্য আর কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না।
সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে প্রতি পরিবারকে একটাই আইডি থাকবে বলে জম্মু- কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন।
সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে জম্মু ও কাশ্মীরের প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে একটাই ইউনিক আইডি। যে ইউনিক আইডি তৈরি হবে ৮ টি ডিজিট বা নাম্বার নিয়ে। যার উদ্দেশ্য হল বিভিন্ন সামাজিক কল্যাণ প্রকল্পের সুবিধাভোগীদের সহজে নির্বাচন করে একটি ডেটাবেস তৈরি করা।
‘ফ্যামিলি আইডি’ নামক এই প্রস্তাবিত পদক্ষেপকে বিজেপি স্বাগত জানিয়েছে। তবে অন্যান্য দলগুলি ব্যক্তিগত ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রিয়াসি জেলার কাটরায় ই-গভর্ন্যান্স সংক্রান্ত একটি সম্মেলনে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার একটি ডিজিটাল জে অ্যান্ড কে ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছেন।
সেই ভিশন ডকুমেন্ট অনুসারে, ‘জম্মু-কাশ্মীরের প্রত্যেক পরিবারকে ফ্যামিলি আইডি নামে একটি ইউনিক আলফা কোড সরবরাহ করা হবে। যার মাধ্যমে তৈরি হবে একটি ডেটাবেস। আর সেই ডেটাবেসটি জম্মু ও কাশ্মীরের প্রতিটি পরিবারকে শনাক্ত করবে। প্রত্যেক পরিবারের মৌলিক তথ্য সংগ্রহ করবে।’
কিন্তু এই ডেটাবেস তৈরির উদ্দেশ্য কী?
তথ্যপ্রযুক্তি বিভাগের কমিশনার সেক্রেটারি প্রেরণা পুরী জানিয়েছেন, এই ডেটাবেস তৈরির উদ্দেশ্য হল, এটা হরিয়ানার ‘পরিবার পেহচান পত্র’-এর সমতুল্য হবে। ফলে কোনও পরিবার বা সেই পরিবারের সদস্যদের প্রতিটি পৃথক প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার জন্য আলাদা আলাদা করে আবেদন করতে হবে না।
জম্মু ও কাশ্মীরের ফ্যামিলি আইডি ডেটাবেসের ডেটা একবার যাচাই করা থাকলে, কোনও সুবিধাভোগীকে কোনও পরিষেবা পাওয়ার জন্য আর কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন হবে না। যদিও কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি প্রস্তাবিত পদক্ষেপের নিন্দা করেছে। কংগ্রেসের প্রধান মুখপাত্র এবং প্রাক্তন বিধায়ক রবিন্দর শর্মা এর পিছনে সরকারের উদ্দেশ্য এবং সাইবার আক্রমণ থেকে এই জাতীয় ডিজিটাল ডেটাবেসগুলিকে রক্ষা করার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) সহ আঞ্চলিক দলগুলি এই পদক্ষেপের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন,“পরিবার শনাক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু আমাদের সকলের আধার নম্বর আছে, তাই এটি হবে পরিবারের একটি আট-সংখ্যার শনাক্তকরণ নম্বর। এটি পরিবারের সম্মতিতে তৈরি করা হবে এবং জন্ম, বিবাহ ইত্যাদির মতো বিশদ নিবন্ধন করা হব। ”
মনোজ সিনহা বলেন, পরিবারগুলির জন্য আরো স্বচ্ছতা আনা, সময় বাঁচানো এবং সময়মত সুবিধা নিশ্চিত করা এর উদ্দেশ্য। এই পদক্ষেপ নিয়ে কোন সন্দেহ থাকা উচিত নয়। এটি কয়েক ডজন সামাজিক সুরক্ষা প্রকল্পের বাস্তবায়ন করবে, যার মধ্যে বৃত্তি এবং পেনশন রয়েছে, সময়োপযোগী এবং স্বচ্ছ।”
প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি সভাপতি মেহবুবা মুফতি বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন্য একটি অনন্য পারিবারিক আইডি তৈরি করা হচ্ছে অবিশ্বাস থেকে৷ কাশ্মীরিদের গভীর সন্দেহের চোখে দেখা হয় এবং তাদের জীবন নিয়ে এটি আরেকটি নজরদারি কৌশল৷’
ন্যাশনাল কনফারেন্সএর প্রধান মুখপাত্র তানভীর সাদিক বলেছেন, ‘জম্মু ও কাশ্মীর জুড়ে পরিবারের জন্য প্রস্তাবিত অনন্য আইডির প্রয়োজন নেই। এসবের পরিবর্তে বিদ্যমান স্কিমগুলির কার্যকর বিতরণে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। সরকারের কাজ সব এলোমেলো হয়ে গেছে’।