নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কনস্টেবলের

- আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
- / 7
পুবের কলম প্রতিবেদক: নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন কলকাতা পুলিশের পর্ণশ্রী থানায় কর্মরত এক কনস্টেবল। জানা গিয়েছে, রবিবার রাতে ৫২ বছর বয়সী ওই কনস্টেবলের মৃতদেহ উদ্ধার হয় হরিদেবপুর এলাকার একটি ভাড়া বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। তবে, ঘরের ভিতরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। মৃত পুলিশ কর্মীর নাম পুলক দত্ত। রবিবার রাত পর্যন্ত নিজের ভাড়া বাড়িতেই ছিলেন তিনি। পরে তাঁর ঘর থেকে কোনও সাড়া না পেয়ে বাড়ির বাসিন্দারা খবর দেন পুলকের বাড়ির লোককে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশই এসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। তবে, এটি একটি আত্মহত্যার ঘটনা কি না তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে, আত্মহত্যার কোনও কারণ ঘটেছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত নন তাঁর সহকর্মী বা পরিচিতরা। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সম্প্রতি বেশ কিছু জায়গা থেকে ঋণ নিয়েছিলেন পুলক। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঝবয়সী পুলকের পরিবার থাকলেও হরিদেবপুরের ওই ভাড়া বাড়িতে একাই থাকতেন তিনি। মৃত ওই পুলিশকর্মীর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এছাড়া, চাকরি বা পারিবারিক জীবনে পুলকের কোনও সমস্যা ছিল কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।